'ইন্ডিয়া জিতবে, বিজেপি হারবে', মোদীকে কড়া চ্যালেঞ্জ মমতার

পরবর্তী বৈঠক হবে মহারাষ্ট্রে। তৈরি হবে ১১ জনের কমিটি।

পরবর্তী বৈঠক হবে মহারাষ্ট্রে। তৈরি হবে ১১ জনের কমিটি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata

বিরোধী বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

বেঙ্গালুরুতে বিরোধীদের ২৬ দলের বৈঠকে সন্তুষ্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই বৈঠক ফলপ্রসূ এবং গঠনমূলক হয়েছে। যার ওপর ভিত্তি করে মোদী তথা এনডিএকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, 'আজ থেকে আমরা প্রকৃত চ্যালেঞ্জ গ্রহণ করেছি।' এই বৈঠকে ইউপিএ নাম বদলে হয়েছে ইন্ডিয়া। তা নিয়েও উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, 'দেশবাসী সংকটের মধ্যে আছেন। দলিত, সংখ্যালঘু, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, মণিপুর, অরুণাচল, উত্তরপ্রদেশ, দিল্লি, বাংলা, বিহার, মহারাষ্ট্র, সরকার বিক্রি আর সরকারকে কেনা এখন গভর্নমেন্টের (মোদী সরকারের) কাজ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমরা সবাই মিলে, এক প্রকৃত চ্যালেঞ্জ গ্রহণ করেছি। যার সংক্ষিপ্ত নাম হল ইন্ডিয়া। আমাদের এই চ্যালেঞ্জ নিতে দাও, ইন্ডিয়া (ভারত)। এনডিএকে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারবে? বিজেপি তুমি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারবে? অন্যান্য লোকজন তোমরা কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারবে? আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা এই দেশের বাসিন্দা। আমরা আপনাদের জন্য।'

Advertisment

আরও পড়ুন- রাহুল গান্ধীকে 'ফেভারিট' বললেন মমতা, সনিয়া-তনয়ই পরবর্তী প্রধানমন্ত্রী?

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, 'আমরা কৃষকদের জন্য, আমরা দলিতদের জন্য। আমরা সুষ্ঠু অর্থনীতির জন্য। আমরা দেশের জন্য। আমরা বিশ্বের জন্য। সেই জন্য আমাদের যাবতীয় কর্মসূচি, যাবতীয় কাজকর্ম চলবে ইন্ডিয়া ব্যানারের অধীনে। কেউ যদি একে চ্যালেঞ্জ জানাতে পারেন, তবে চ্যালেঞ্জ জানান। দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন। দেশকে ভয়ংকর পরিস্থিতি থেকে বাঁচান। মণিপুরকে আগ্রাসনের হাত থেকে রক্ষা করুন। দেশের বাসিন্দাদের রক্ষা করুন। সেই ইন্ডিয়াকে রক্ষা করুন, যাকে হিন্দিতে ভারত আর ইংরেজিতে ইন্ডিয়া বলে।'

Advertisment

আরও পড়ুন- মোদীকে হঠাতে এবার এনডিএর বিরুদ্ধে নামছে গোটা ‘INDIA’!

তৃণমূল সুপ্রিমোর সোজা কথা, 'ইন্ডিয়াকো বাঁচানা হ্যায়, দেশ কো বাঁচানা হ্যায়। ভাজপা (বিজেপি) তো দেশ বেচনে কা সওদাগিরি কর রহা হ্যায়। লোকতন্ত্র কো খরিদনে কা সওদাগিরি কর রহা হ্যায়।' তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, এই জন্যই মোদী সরকার কোনও প্রতিষ্ঠানকে এখন আর স্বাধীনভাবে কাজ করতে দেয় না। তিনি বলেন, 'কোনও ব্যক্তি কোনও বিরোধীশাসিত রাজ্যকে সমর্থন করলেই পরদিন তার কাছে ইডি-সিবিআই চলে যায়। শুধু ৩৫৫ ধারা, ৩৫৬ ধারা জারি করার ভয় দেখায়। এবার ইন্ডিয়া জিতবে, বিজেপি হারবে। পরবর্তী বৈঠক হবে মহারাষ্ট্রে। সেখানে অভিন্ন ন্যূনতম কর্মসূচি থেকে অন্যান্য বিষয়গুলো দেখা হবে।' মহারাষ্ট্রেই তৈরি হবে ১১ জনের কমিটি।

bjp Mamata Banerjee Oppositions