Advertisment

‘এভাবে কতদিন হিটলারি কায়দায় চলবে মোদীবাবু?’, পেগাসাস-দৈনিক ভাস্কর-কাণ্ডে তোপ মমতার

CM at Nabanna: তিনি বলেন, ১৬ অগাস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন হবে। রাজ্যের বিভিন্ন ক্লাবকে এক লক্ষ ফুটবল দেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
The state government is going to launch 'Duare Sarkar' camp again at the beginning of the new year, announced Chief Minister Mamata Banerjee

ফাইল ছবি

CM at Nabanna: বৃহস্পতিবার সরকারি একাধিক প্রকল্পের রূপায়ন নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত নিয়েই এই বৈঠক। এদিন তিনি বলেন, ১৬ অগাস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন হবে। রাজ্যের বিভিন্ন ক্লাবকে এক লক্ষ ফুটবল দেওয়া হবে। রাজ্যের শিক্ষকদের জন্য উৎসশ্রী প্রকল্প। বাড়ি থেকে যাতে শিক্ষকদের বেশি দূরে যেতে না হয়, তাই এই প্রকল্প।‘ শুরু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পেগাসাস এবং দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা নিয়ে এদিন সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সবার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। কতদিন ভয় দেখিয়ে রাখবে এভাবে?‘

Advertisment

আর কী কী বললেন তিনি?

  • ১৬ অগাস্ট-১৫ সেপ্টেম্বর দুয়ারে সরকার
  • রাজ্যে বালি-খাদান নীতিতে পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ লুঠ করা যাবে না
  • পেগাসাস-পেগাসাস, মোদী বাবুর নাভিশ্বাস, এটা ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়ে বড়
  • কারা পেগাসাস কিনল, কেন স্বতঃপ্রণোদিত তদন্ত করছে না কেন্দ্র?
  • কাউকে কথা বলতে দেওয়া হয় না, সবার কণ্ঠবন্দি করার চেষ্টা করছে মোদী সরকার
  • আমি ফোনে টেপ লাগিয়ে প্রতীকী প্রতিবাদ করেছি, হোয়াটসঅ্যাপ সুরক্ষিত
  • শুনেছি আরএসএস-এর অনেকের ফোনট্যাপ করা হয়েছে, এভাবে কী চলতে পারে?
  • এভাবে হিটলারি কায়দায় কতদিন চলবে?  
  • সুপার এমারজেন্সি চলছে, আমরা এর তদন্ত চাই
  • আমি কয়েকদিনের জন্য দিল্লি যাব, রাষ্ট্রপরতির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা রয়েছে
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছি, অনুমতি পেলে দিল্লি সফরে সংসদে যাব
  • ভোটের পর নয় রাজ্যে হিংসা হয়েছে ভোটের সময়  
  • ৩ মে পর্যন্ত কমিশনের অধীনে ছিল রাজ্য প্রশাসন
  • জাতীয় মানবাধিকার কমিশনে একজন বিজেপির সদস্য

এদিন তিনি বলেন, আমি নিজের জন্য নয়, দেশের মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ওরা আমাকে মারতেই পারে, কিন্তু দেশের মানুষকে মারতে দেব না।

Nabanna mamata Modi Government Pegasus Water Gate
Advertisment