Advertisment

লোকসভা নির্বাচনে একা লড়বে তৃণমূল, কেন এমন সিদ্ধান্ত?

সাগরদিঘিতে জিতেছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata

আসন্ন লোকসভা নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। মেঘালয় ভোটের ফলপ্রকাশের পরই একথা জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, '২০২৪-এ একাই লড়ব।' বিভিন্ন মহলের দাবি, তৃণমূলের উচ্চাকাঙ্ক্ষা ধাক্কা খাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী। কারণ, মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের এক বিরাট প্রত্যাশা ছিল। সেখানে দল মাত্র পাঁচটি আসন পেয়েছে। ত্রিপুরাতেও ভালো ফলের আশা করেছিল। সেখানে আবার দল মুখ থুবড়ে পড়েছে।

Advertisment

ত্রিপুরায় তৃণমূলের ভালো ফলের আশা করার কারণ, বিপুল সংখ্যক বাঙালি এই পার্বত্য রাজ্যে থাকেন। আর, ২০২১ সালে মেঘালয়ের প্রায় সমস্ত কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর থেকে দেশের উত্তর-পূর্বের রাজ্যটিতে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ফলে, এবারের বিধানসভা নির্বাচনে মেঘালয় নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যাশাটা একটু বেশিই ছিল। ফল প্রকাশ হওয়ার পর অবশ্য দেখা গেল, সেই প্রত্যাশা বাস্তবোচিত ছিল না।

এর আগে গোয়াতেও একইভাবে ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। ব্যাপক প্রচার চালিয়েছিল গোয়ায়। কিন্তু, লাভ কিছুই হয়নি। ভোটের ফল বলছে, দল মুখ থুবড়ে পড়েছে। গোয়ায় তৃণমূল কংগ্রেস একটাও আসন পায়নি। আর, সেসব কথা মাথায় রেখেই বিভিন্ন মহল মনে করছে, হতাশা প্রভাব ফেলেছে জোড়াফুল শিবিরের শীর্ষ নেত্রীর মনেও। যার জেরে তিনি বলেছেন, '২০২৪ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস একা লড়বে। আমরা জনগণের সমর্থনে লড়ব। আমি বিশ্বাস করি, যাঁরা বিজেপিকে হারাতে চান, তাঁরা নিশ্চিভাবেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।'

আরও পড়ুন- এ-ও সম্ভব! কাল্পনিক দেশের নামে রাষ্ট্রসংঘে প্রতিনিধিত্ব পলাতক ধর্মগুরু নিত্যানন্দের প্রতিনিধির

গত কয়েক বছরের তুলনায় এবার যেন পরাজয়ের যন্ত্রণা একটু বেশি পরিমাণেই তৃণমূল কংগ্রেসের জন্য অপেক্ষা করছে। দলের ওপর প্রভাব ফেলেছে। বিশেষ করে সাগরদিঘি উপনির্বাচনে তা আরও স্পষ্ট হয়েছে। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বেশ শক্তিশালী। কিন্তু, সেখানেও তৃণমূলকে এবার হারতে হয়েছে। তা-ও আবার উপনির্বাচনে। বামেদের সহায়তায় সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী।

Mamata Banerjee Lok Sabha polls tmc
Advertisment