Mamata at Goa: তিন দিনের গোয়া সফরে শেষদিনে জোড়া জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিনের সভা থেকে বিজেপি-সহ কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর কটাক্ষ, 'ভোট এলে আমরা গঙ্গাস্নান করি না।কিন্তু ভোটের সময় গঙ্গায় ডুব দেন প্রধানমন্ত্রী। ধ্যানে বসে যান তিনি। বাকি সময় মনে পড়ে না। গুজরাতের মুখ্যমন্ত্রী হয়ে মোদীজি যদি সব জায়গায় যেতে পারেন, তাহলে আমি কেন পারব না।'
তাঁর অভিযোগ, 'তৃণমূল, বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, মাথা নোয়াবে না। গোয়ায় বিজেপিকে হারাতে তৃণমূল-এমজিপি জোটকে ভোট দিন। গোয়ায় বিজেপিকে হারাতে চাইলে ভোট ভাগাভাগি হতে দেবেন না। এতদিন কংগ্রেস সময় পেয়েছিল, বিজেপিকে হারাতে পারেনি। আমাদের সঙ্গে কংগ্রেসের কোনও ঝগড়া নেই। ৫ বছর আগে বিজেপিকে ভোট দেয়নি মানুষ। বিজেপি ধর্মের রাজনীতি করে।'
সুর চড়িয়ে মমতা বলেন, 'বিজেপির দাদাগিরি আর চলবে না। গোয়ার মানুষ রাজ্য শাসন করবে। আগে আমরা মানুষ বিজেপির কাছে সার্টিফিকেট চাই না।'
এদিকে, ভোটের আগে দ্বিতীয়বার গোয়া সফরে মুখ্যমন্ত্রী। তিন দিনের এই সফরে তাঁর সঙ্গী তৃণমূলের দুই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মিত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ আবার দলের তরফে গোয়ার দায়িত্বপ্রাপ্ত। ইতিমধ্যে দেশের ছোট এই রাজ্যে ঘর গুছনো শুরু করেছে ঘাসফুল শিবির। রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগদান করেছেন তৃণমূলে। পাশাপাশি একাধিক বিশিষ্টজনও তৃণমূলের পতাকা হাতে নিয়েছে। তাই এবার সেই রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে সফর করছেন তৃণমূল সুপ্রিমো। দলীয় কর্মিসভায় সোমবার মুখ্যমন্ত্রীর বার্তা, ‘গোয়ায় বিজেপি বনাম তৃণমূল। এই লড়াইয়ে অন্য কেউ তৃণমূলের শরিক হতেই পারে। কিন্তু বিজেপি-বিরোধী মূল লড়াইয়ে তৃণমূল কারও সঙ্গে আপস করবে না।‘
স্পষ্টতই তাঁর এই বার্তা কংগ্রেসের প্রতি। এমনটাই ঘাসফুল সূত্রে খবর। এদিন কংগ্রেসের নাম না করে তৃণমূল নেত্রীর খোঁচা, ‘অন্যরা এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করলে আমাদের আসতে হত না। কিন্তু সেই লড়াই কেউ করছে না। আমরা এখানে জিততে এসেছি।‘
পাশাপাশি সোমবারেরর কর্মিসভা থেকে ‘খেলা হবে’ স্লোগান তোলেন তিনি। জয় বাংলার ধাঁচেই ‘জয় গোয়া’ স্লোগান শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর গলায়। ফুটবল এবং বাংলা-গোয়া এক্সুত্রে বাঁধা। এই দাবিও করেছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ এবং পেলের বিরুদ্ধে খেলা বিদেশ বসু দলীয় বিধায়ক। এই মন্তব্য করে ফুটবল সূত্রে গোয়াবাসীকে কাছে টানতে চেয়েছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন