Advertisment

‘নন্দীগ্রামে ২০০% হারবেন মমতা’, পশ্চিম মেদিনীপুরে দাবি কৈলাসের

‘হারার ভয়ে ভবানীপুর থেকে পালিয়ে নন্দীগ্রাম গিয়েছেন মমতা। আর এবার নন্দীগ্রামে থেকে হেরে কালীঘাটের বাড়িতে যাবেন। রাজ্যে পরিবর্তন হবেই। তারপর মানুষের জন্য সোনার বাংলা গড়ার কাজে হাত লাগাবে বিজেপি।’

author-image
IE Bangla Web Desk
New Update
Nanadigram, bengal Poll Result, Calcutta HC

শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা।

মেগা মঙ্গলবারে যুযুধান দুই পক্ষের উপস্থিতিতে উত্তপ্ত থাকল দুই মেদিনীপুর। একদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিজেপি নেতৃত্ব। ফলে একই সময়ে প্রতিপক্ষের দুই পড়শি জেলায় উপস্থিতি ঘিরে চড়ল ভোটের পারদ। এদিন পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘শুধু নন্দীগ্রাম নয়, যেখানে দাঁড়াবেন সেখানেই হারবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।‘ অন্যদিকে, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মঙ্গলবার ঝাড়গ্রামে জানালেন, ভোটে তাঁর জয় নিশ্চিত।

Advertisment

মঙ্গলবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি প্রার্থীরা মিছিল করেন। মেদিনীপুরে সেই মিছিলে ছিলেন কৈলাস, দিলীপ। ঝাড়গ্রামে শুভেন্দু। মেদিনীপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে যোগ দিয়ে কৈলাস বলেন, ‘নন্দীগ্রাম আসনে ২০০ শতাংশ হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতারণা করেছেন নন্দীগ্রামের মানুষের সঙ্গে। ১০ বছরে সেখানে কিছু করেননি। সোনার বাংলা গড়ার স্বপ্নে অনেক তৃণমূল কর্মী চলে এসেছেন বিজেপি-তে।’

পাশাপাশি দিলীপের মন্তব্য, ‘হারার ভয়ে ভবানীপুর থেকে পালিয়ে নন্দীগ্রাম গিয়েছেন মমতা। আর এবার নন্দীগ্রামে থেকে হেরে কালীঘাটের বাড়িতে যাবেন। রাজ্যে পরিবর্তন হবেই। তারপর মানুষের জন্য সোনার বাংলা গড়ার কাজে হাত লাগাবে বিজেপি।’

এদিকে, শুভেন্দু ঝাড়গ্রাম জেলার বিজেপি প্রার্থীদের নিয়ে শহরে পদযাত্রা করেন। শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামে মাননীয়াকে হারাবই। ঝাড়গ্রাম বিজেপি-র শক্ত ঘাঁটি। ঝাড়গ্রামে দলের ৪ জন প্রার্থীই জিতবেন। এটা একশো শতাংশ নিশ্চিত।‘ এদিন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী সুখময় শতপথি, নয়াগ্রামের বকুল মুর্মু, গোপীবল্লভপুরের সঞ্জীব মাহাতো এবং বিনপুর বিধানসভার প্রার্থী পালম সরেন ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। শুভেন্দু বলেন, ‘বিজেপি প্রার্থীরা সবাই ঝাড়গ্রামের মানুষ। এখানে প্রতি আসনে হাফ লাখ ভোটে জিতবে বিজেপি।’

bjp nandigram Kailash Vijayvargiya Suvendu Adhikari West Bengal Assembly Election 2021
Advertisment