প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর ৬৯তম জন্মদিন। নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জনিয়েছেন তৃণমূল সুপ্রিমো। টুইটে তিনি লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে জন্মদিনের শুভেচ্ছা'।
রাজনীতির ময়দানে তীব্র মোদী বিরোধী বলেই পরিচিত মমতা বন্ধ্য়োপাধ্যায়। মোদী সরকারের নানা পদক্ষেপের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। চলতি বছরের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী শিবিরের অন্যতম মুখ ছিলেন তৃণমূল নেত্রী। মোদী সরকারের পতন নিশ্চিত করতে ফেডারেল ফ্রন্ট গঠনের ডাক দিয়েছিলেন তিনি। ভোটের লড়াইয়ে অবশ্য সাফল্যের মুখ দেখেনি সেই ফ্রন্ট। ভারতজুড়ে দেখা গিয়েছে গেরুয়া ঝড়। তারপর অবশ্য মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, অর্থবলে, কেন্দ্রীয় সংস্থাগুলিকে হাতিয়ার করে এই জয় হাসিল করেছে গেরুয়া শিবির।
আরও পড়ুন: মুকুলের জন্য সুখবর! ফের চাণক্যকে রক্ষাকবচ হাইকোর্টের
রাজনৈতিক বিরোধিতার সঙ্গে অবশ্য সৌজন্যকে মিশিয়ে ফেলতে রাজি নন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্মদিনে তাই শুভেচ্ছা জানাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, মঙ্গলবারই নয়াদিল্লি গেলেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রী নোদীর সঙ্গে সাক্ষাৎ রয়েছে তাঁর। রাজ্যের বিভিন্ন আর্থিক দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান মুখ্যমন্ত্রী মমতা। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলার অনেক দাবি দাওয়া রয়েছে। সেগুলি নিয়ে কথা হবে। এছাড়া, বিএসএনএল, এয়ার ইন্ডিয়া, রেলের অবস্থা খারাপ। বাংলার নাম পরিবর্তন নিয়ে কথা হবে।' তাছাড়া তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করতে পারেন মমতা। তবে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের নাগাল পেতে যখন মরিয়া সিবিআই, ঠিক সে সময়ই মোদী-মমতা সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে মত সংশ্লিষ্ট মহলের একাংশের।