Advertisment

‘রাজ্যপালের শীতলকুচি সফর প্রোটোকল ভাঙছে’, রাজভবনকে কড়া চিঠি মমতার

আগামী বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর কপ্টারে চড়ে ভোট পরবর্তী হিংসাদীর্ণ এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর সফরের তালিকায় রয়েছে শীতলখুচি-সহ কোচবিহার জেলার বিভিন্ন স্থান।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Governor Jagdeep Dhankar, Bengal Assembly, Mamata Banerjee, President

মমতা বন্দ্যোপাদ্যায়, জগদীপ ধনকড়

ভোট পরবর্তী হিংসা স্বচক্ষে দেখতে শীতলকুচি সফর করবেন রাজ্যপাল। এবার সেই সফর নিয়ে প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার রাজ্যপালকে চিঠি লিখে এ বিষয়ে আপত্তির কথা জানিয়েছেন তিনি। চিঠিতে অভিযোগ, ‘সরকারি প্রোটোকল ভেঙে একতরফা সিদ্ধান্ত নিয়ে শীতলখুচি-সহ কোচবিহারের বিভিন্ন স্থান পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।‘

Advertisment

আগামী বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর কপ্টারে চড়ে ভোট পরবর্তী হিংসাদীর্ণ এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর সফরের তালিকায় রয়েছে শীতলখুচি-সহ কোচবিহার জেলার বিভিন্ন স্থান। মঙ্গলবার রাজ্যপালের সরকারি টুইটারে এ কথা জানানো হয়েছিল। সেই সফরের বিরোধিতা করতে মমতা চিঠিতে  রাজ্য স্বরাষ্ট্র দফতরের ১৯৯০ সালের ‘ম্যানুয়্যাল অফ প্রোটোকল অ্যান্ড সেরিমনিয়্যালস’- অ্যাক্ট প্রসঙ্গ তুলে ধরেন। রাজ্যপালের সফর সেই আইনের পরিপন্থী। চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

দেখুন সেই চিঠি:

publive-image
দেখুন মুখ্যমন্ত্রীর সেই চিঠি।

মমতার দাবি, ‘এ বিষয়ে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট ডিভিশনের কমিশনার ও জেলা শাসককে বিষয়টি জানানো প্রয়োজন। কিন্তু এ ক্ষেত্রে তা না করে সরাসরি নেটমাধ্যমে বিষয়টি জানিয়েছেন রাজ্যপাল।‘

মমতা লিখেছেন, ‘জেলা সফরের আগে রাজ্য সরকারের অনুমতি নিয়ে এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে রাজ্যপালের সচিবের সূচি চূড়ান্ত করার কথা। সরকারি এমনকি, ব্যক্তিগত সফরের ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করতে হয়। এক্ষেত্রে রাজ ভবন তা মানেনি।‘

Nabanna Jagdeep Dhankar Raj Bhawan
Advertisment