উপলক্ষ্য ছিল স্বামী বিবেকানন্দের সেই ঐতিহাসিক ভাষণের ১২৫ তম বর্ষ উদযাপন। তাই শিকাগো যাওয়ার কর্মসূচি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষ পর্যন্ত গত ১১ সেপ্টেম্বর শিকাগোর সেই অনুষ্ঠানে যেতে পারলেন না মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর বাতিল করার পিছনে এবার বিজেপি-আরএসএসের হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল।
বিজেপি-আরএসএসের "নোংরা ষড়যন্ত্রের" জেরেই যে তাঁর শিকাগো সফর বাতিল হয়েছে, সে কথা নিজে মুখেই গত মঙ্গলবার বলেছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি-আরএসএসের নাম না করে মমতা সেদিন বলেছিলেন যে, কয়েকজনের নোংরা ষড়যন্ত্রের জেরেই তিনি শিকাগোয় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এবার দলের শীর্ষ নেত্রীর শিকাগো সফর বাতিল ঘিরে বিজেপি-আরএসএসকে কাঠগড়ায় তুলে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন।
আরও পড়ুন, গেরুয়া শিবিরকে রুখতেই কি দুর্গাপুজোয় ‘দান খয়রাত’?
এ প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে তৃণমূলের মুখপাত্র বলেন, ''স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু এটা জানা গিয়েছে যে, লাগাতার চাপের মুখে শেষ পর্যন্ত উদ্যোক্তারা অনুষ্ঠানটি বাতিল করেন। সহজ বুদ্ধিতে এটা বোঝাই যায় যে, বিজেপি-আরএসএস একটাই অনুষ্ঠান করতে চেয়েছিল গ্লোবাল হিন্দু কংগ্রেসের ব্যানারের তলায়। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (আরএসএস নেতা) মোহন ভাগবত।''
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফরের কোনও ছাড়পত্র না আসাতেই তা বাতিল করা হয়েছে বলে যে দাবি করেছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক, সেই দাবি কার্যত নস্যাৎ করে দিয়েছেন রাজ্যের তৃণমূল নেতৃত্ব। দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশ মন্ত্রকের ওই মন্তব্যে "সত্যের ভাগ কম"।