পেট্রোল এবং ডিজেলের আকাশ ছোঁয়া দাম নিয়ে হিমশিম খাচ্ছেন দেশবাসী। পাশাপাশি মার্কিন ডলার পিছু কমতে থাকা টাকার দাম সেই সমস্যাকে বাড়িয়ে তুলেছে কয়েক গুণে। এরকম অবস্থায় পেট্রোল ডিজেলের ওপর থেকে কেন্দ্রের আবগারি শুল্ক যে কমানো হবে না অদূর ভবিষ্যতে, সে ব্যাপারেও প্রায় নিশ্চিত রাজনীতি-অর্থনীতি বিশেষজ্ঞরা। এমন সময়ে রাজ্য জুড়ে পেট্রোল-ডিজেলে লিটার প্রতি এক টাকা কমানোর ঘোষণা নিঃসন্দেহে একটু হলেও স্বস্তিদায়ক।
মঙ্গলবার দুপুরে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ওপর থেকে বোঝা কমাতে ডিজেল এবং পেট্রোল উভয়ের দামেই লিটার প্রতি ১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন, অদূর ভবিষ্যতে পেট্রোল-ডিজেলের দাম কমার সম্ভাবনা নেই, দেখুন কেন
পরিসংখ্যান উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন "২০১৬-র সেপ্টেম্বর থেকে ন'বার পেট্রোল এবং ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি বাড়িয়েছে কেন্দ্র। ২০১৬-র জানুয়ারিতে লিটার পিছু পেট্রোলের দাম ছিল ৬৫ টাকা ১২ পয়সা। ২০১৮-র সেপ্টেম্বরে লিটার পিছু পেট্রোলের দাম এসে ঠেকেছে ৮১ টাকা ৬০ পয়সায়। একই ভাবে দাম ঊর্ধ্বমুখী ডিজেলের। ২০১৬-র জানুয়ারিতে ১ লিটার ডিজেলের দাম ছিল ৪৮ টাকা ৮০ পয়সা। সেটাই ক্রমশ বেড়ে এখন লিটার পিছু ডিজেলের দাম এসে দাঁড়িয়েছে ৭৩ টাকা ২৬ পয়সায়। রাজ্যের মাথায় ৪৮,০০০ কোটি টাকার ঋণের বোঝা থাকা সত্ত্বেও এই সময়ে রাজ্য সরকার সেলস ট্যাক্স ও সেস এক পয়সাও বাড়ায়নি।"
কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, "বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে কেন্দ্র দেশের সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে। একদিকে যেমন অপরিশোধিত তেলের দাম বাড়ছে, অন্যদিকে কেন্দ্রের আরোপ করা সেসও বাড়ছে। এক সঙ্গে দুটো চলতে দেওয়া যায় না।"