/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/modi-mamata-759-smile.jpg)
মমতা ও মোদী।
নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সংবাদ সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি এ ব্যাপারে অন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। যেহেতু এটি আনুষ্ঠানিক কর্মসূচি, সে কারণে আমি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করব।
Mamata Banerjee likely to attend PM Modi's oath taking ceremony on 30th. "It's a constitutional ceremony. I will try to make it". #Bengalpic.twitter.com/pRCZjCY8Ix
— Anindya (@AninBanerjee) May 28, 2019
আগামী ৩০ মে শপথ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধে সাতটায় রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিকে আজই বিজেপিতে যোগ দিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে পদ্মপতাকা হাতে তুলে নেন বীজপুরের তৃণমূলের বিধায়ক শুভ্রাংশু রায়। শুভ্রাংশুর পাশাপাশি এদিন আরও দুই বিধায়ক বিজেপিতে যোগ দিলেন। বিজেপিতে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্র রায়।
অন্যদিকে, মমতা বাহিনীকে বড়সড় ধাক্কা দিয়ে একঝাঁক তৃণমূল কাউন্সিলর এদিন বিজেপিতে যোগ দিলেন। কাঁচরাপাড়া, হালিশহর ও নৈহাটি পুরসভার দখল নিল বিজেপি।