Advertisment

Attack on Kejriwal: ভিড়ের মাঝে কেজরিওয়ালের উপর হামলার চেষ্টা, বিজেপিকে তুলোধোনা AAP-এর

Attack on Kejriwal: ভিড়ের মাঝে কেজরিওয়ালের উপর হামলার চেষ্টা, বিজেপিকে তুলোধোনা AAP-এর আম আদমি পার্টির প্রধান ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলার ঘটনা। পদযাত্রা চলাকালীন তাঁকে লক্ষ্য করে তরল জাতীয় কিছু ছুঁড়ে মারেন এক যুবক।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi News Live: arvind kejriwal verdict supreme court

দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় পদযাত্রা চলাকালীন AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা।

Attack on Kejriwal: দিল্লিতে পদযাত্রা চলাকালীন আক্রান্ত আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। হামলাকারীকে মারধর, গ্রেফতার...!

Advertisment

দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় পদযাত্রা চলাকালীন AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা। তাঁকে লক্ষ্য করে তরল জাতীয় কিছু ছুঁড়ে মারেন এক যুবক। যদিও এই তরলটি কী জাতীয়, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আম আদমি পার্টির প্রধান ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলার ঘটনা। পদযাত্রা চলাকালীন তাঁকে লক্ষ্য করে তরল জাতীয় কিছু ছুঁড়ে মারেন এক যুবক। হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পান আপ সুপ্রিমো। এ সময় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে  উপস্থিত আপ নেতা কর্মীরা অভিযুক্তকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় বিজেপির অনেক শীর্ষ নেতাকে অভিযুক্ত করেছে আম আদম পার্টি। আম আদমি পার্টি এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘৃণ্য এই ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করেছে।

বাস থামিয়ে চলল হুমকি, ভারত-বিরোধী স্লোগান, চূড়ান্ত আতঙ্কে যাত্রীরা

Advertisment

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার সন্ধ্যায় দিল্লির গ্রেটার কৈলাসে পদযাত্রায় অংশ নেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক সমর্থকও উপস্থিত ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই পদযাত্রায় মানুষের সঙ্গে করমর্দন করে এগিয়ে যাচ্ছিলেন। এদিকে কেজরিকে একবার চোখের দেখা দেখতে এক যুবক ভিড় ঠেলে সামনে আসেন এবং আচমকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর গায়ে তরল ছুঁড়ে মারে।

ঘটনার পর অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে থাকা আপ সমর্থককে অভিযুক্ত যুবককে ধরে বেধড়ক মারধর করে। যদিও অরবিন্দ কেজরিওয়াল  নিজেই অভিযুক্তকে ভিড়ের কবল থেকে মুক্ত করেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেন।  পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আম আদমি পার্টি। গোটা ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করে শীর্ষ নেতাদের আক্রমণ করেছে আম আদমি পার্টি।আম আদমি পার্টি বলেছে, দিল্লির আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতেই এই হামলা করা হয়েছে। 

Arvind Kejriwal
Advertisment