scorecardresearch

মোদী-শাহের উপস্থিতিতে টানা দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মানিক সাহার

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপি। নতুন মন্ত্রী সভায় মানিক সাহার সঙ্গে এদিন শপথ নেন আরও আট মন্ত্রী।

Manik Saha, Manik Saha oath ceremony, Manik Saha swearing in ceremony, Manik Saha CM, Tripura CM, Indian Express news, narendra modi, amit shah"

মানিক সাহা সোমবার সন্ধ্যায় রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের সঙ্গে দেখা করেন এবং ত্রিপুরায় সরকার গঠনের দাবি জানান। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর মানিক সাহা দ্বিতীয় মেয়াদে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার কাঁধে তুললেন। সোমবার অনুষ্ঠিত বিজেপি বিধায়ক দলের বৈঠকে মুখ্যমন্ত্রী পদে তাঁর নাম সর্বসম্মত ভাবে গৃহীত হয়। বুধবার দ্বিতীয়বারের মতো উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাহা।

নতুন মন্ত্রী সভায় মানিক সাহার সঙ্গে এদিন শপথ নেন আরও আট মন্ত্রী। রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যও রতনলাল নাথ, প্রাণজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, টিঙ্কু রায় এবং বিকাশ দেববর্মা সহ আট মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। এর মধ্যে পাঁচজন মন্ত্রীসভায় একেবারে নতুন মুখ, আগের মন্ত্রিসভায় থাকা চার মন্ত্রীও নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। যে সকল মন্ত্রী আজ শপথ নেন তাঁরা হলেন, রতনলাল নাথ, প্রণজিৎ সিংহরায়, সান্ত্বনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিংকু রায়, বিকাশ দেববর্মা, শুধাংশু দেব এবং শুক্লা চরণ নোয়াতিয়া।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মানিক সাহা সোমবার সন্ধ্যায় রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের সাথে দেখা করেন এবং ত্রিপুরায় সরকার গঠনের দাবি জানান। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার, সমস্ত নবনির্বাচিত বিজেপি বিধায়কদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় যাতে মানিক সাহার নাম সর্বসম্মতভাবে প্রস্তাব করা হয়েছ। বৈঠকের পর সাহা টুইট করেন, “আমাকে আইনসভা দলের নেতা নির্বাচিত করার জন্য আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে, আমরা ‘উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ করতে এবং সকল শ্রেণীর মানুষের কল্যাণ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করব”।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রায় ৩৯ শতাংশ ভোট পেয়ে বিজেপি ৩২টি আসন জিতেছে। তিপরা মোথা পার্টি ১৩টি আসন জিতে বিরোধী দলের তকমা পেয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এবারের বিধানসভা নির্বাচনে ১১টি আসন পেয়েছে এবং কংগ্রেস পেয়েছে তিনটি আসন।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Manik saha takes oath as tripura cm for second term in pm modis presence 8 ministers sworn in