প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই আজ শপথ গ্রহণ অনুষ্ঠান। দ্বিতীয়বারের জন্য কুর্সিতে মানিক সাহা। দেশব্যাপী পালিত হচ্ছে হোলি উৎসব। আর এর মাঝেই আজ (৮ মার্চ) ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মানিক সাহা। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিত শাহ, জেপি নাড্ডাও সহ বিজেপির প্রথম সারির নেতৃত্ব। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গতকালই আগরতলা পৌঁছেছেন প্রধানমন্ত্রী।
ত্রিপুরায় মানিক সাহার নেতৃত্বাধীন মন্ত্রিসভা বুধবার (৮ মার্চ) শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগের দিন ত্রিপুরায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ সমস্ত বিজেপির প্রথম সারির নেতৃত্ব।
মানিক সাহা সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের সঙ্গে দেখা করেন এবং ত্রিপুরায় সরকার গঠনের বিষয়ে তাঁর সঙ্গে বিশদে আলোচনাও করেন। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে শপথগ্রহণ অনুষ্ঠান। এর আগে মেঘালয় ও নাগাল্যান্ডের শপথগ্রহণ অনুষ্ঠানেও হাজির ছিলেন প্রধানমন্ত্রী মোদী।