/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/BJP-MP-Rajkumar-Ranjan-Singh.jpg)
মণিপুরের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং 'মণিপুর অভ্যন্তরীণ' লোকসভা আসনের প্রতিনিধি। (ফাইল ছবি)
প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বুধবার প্রশ্ন তুলেছেন, বিজেপি সাংসদ রাজকুমার রঞ্জন সিং, যিনি মণিপুর অভ্যন্তরীণ আসনের প্রতিনিধি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা বিতর্কে কেন তাঁকে বলতে দেওয়া হল না? মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য জানতে চেয়েই বিরোধীরা অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছিল।
Quite a few Ministers have spoken in Lok Sabha during the No Confidence Motion. Why is it so that the only Union MoS & BJP MP in Lok Sabha representing Manipur Inner Parliamentary constituency, Dr. Rajkumar Ranjan Singh, whose private residence was burnt down, has not been given…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 10, 2023
সেই ব্যাপারে সোশ্যাল মিডিয়ার পোস্টে রমেশ বলেছেন, 'অনাস্থা প্রস্তাবের সময় বেশ কয়েকজন মন্ত্রী লোকসভায় কথা বলেছেন। কেন এমন হল যে মণিপুর অভ্যন্তরীণ সংসদীয় কেন্দ্রের প্রতিনিধি তথা মণিপুরের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ ড. রাজকুমার রঞ্জন সিং, যাঁর ব্যক্তিগত বাসভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, বিজেপি তাঁকেই সংসদে মণিপুরের পক্ষে কথা বলার সুযোগ দিল না?'
মণিপুরে জাতিহিংসার সময় বেশ কয়েকজন নেতা-মন্ত্রী এবং সরকারি আধিকারিকের বাড়িতেও হামলা হয়েছে। সেই সব আক্রান্ত নেতা-মন্ত্রীদের অন্যতম হলেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। তাঁর বাসভবনে দু'বার হামলা হয়েছে। তার মধ্যে প্রথমবার হামলা হয়েছিল ২৫ মে রাতে। সেই সময় সিং ভিতরে থাকাকালীন একদল লোক তাঁর বাসভবন লুঠের চেষ্টা করেছিল। সেই ঘটনার পর পরিবারের লোকজনকে নিয়ে সিং ওই বাড়ি ছেড়ে চলে যান। সেই সময় ১৬ জুন তাঁর নিরাপত্তায় ব্যবহৃত দুটি গাড়ি এবং একটি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা।
আরও পড়ুন- ‘অভব্য আচরণ’, লোকসভা থেকে সাসপেন্ড অধীর চৌধুরী
আরও পড়ুন- ধ্বনিভোটে অনাস্থা প্রস্তাব খারিজ, বিরোধীশূন্য লোকসভায় মণিপুর নিয়ে বড় ঘোষণা মোদীর
আরও পড়ুন- ইউপিএর ধারণা, তারা নাম বদলে ‘ইন্ডিয়া’ রাখলেই তাদের ভাগ্য বদলাবে, কটাক্ষ মোদীর
যার জেরে এই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন মণিপুরের আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং 'সম্পূর্ণ ব্যর্থ'। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী সংবাদ সংস্থাকে বলেছিলেন, 'আমার রাজ্যের সহকর্মী ও নাগরিকদের থেকে আমি এমন মনোভাব আশা করিনি। মণিপুর সরকার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি টিকিয়ে রাখতে সম্পূর্ণ ব্যর্থ। কেন্দ্রীয় সরকার প্রচুর সুরক্ষা এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) পাঠানো সত্ত্বেও বর্তমান সরকার পার্বত্য রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারেনি।'