Manipur CM N Biren Singh resigns: রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের আগে রবিবার মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এন বীরেন সিং।
বীরেন রবিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে ২ ঘন্টা দীর্ঘ বৈঠক করেন। যার পরে তিনি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর অনুযায়ী, রাজ্যপাল তাঁকে নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছেন।
২০২৩ সালের মে মাস থেকে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে বীরেনকে বহুবার ইস্তফার জন্য চাপ দেওয়া হয়েছে। বীরেন ২০২৩ সালের জুলাইয়ে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, তবে তিনি তাঁর সমর্থকদের প্রতিবাদের পরে সেই ইস্তফা ফিরিয়ে নিয়েছিলেন।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই দলের অন্দরে-বাইরে চাপের মধ্যে ছিলেন বীরেন। রবিবার সকালে নয়াদিল্লিতে অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বিজেপি এবং নাগা পিপলস ফ্রন্টের ১৪ জন বিধায়ক। মাত্র ১৫ মিনিটেই বৈঠক শেষ করে ইম্ফলে ফিরে যান তাঁরা।
ইম্ফলে ফিরেই রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন বীরেন। জানা গিয়েছে, সোমবারই রাজ্য বিধানসভায় বাজেট পেশ হওয়ার কথা ছিল। সেদিনই বিধানসভায় বীরেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছিল বিরোধী দল কংগ্রেস।
পাশাপাশি, বেশ কিছু বিজেপি বিধায়কও বীরেনের উপর ক্ষুব্ধ ছিলেন। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের আশঙ্কা ছিল। বিপদ আঁচ করেই শাহ-নাড্ডারা তাঁকে পদত্যাগের আদেশ দেন বলে সূত্রের খবর।