/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-167.jpg)
সংসদের আসন্ন বাদল অধিবেশনে কেন্দ্রকে কোনঠাসা করতে মরিয়া কংগফ্রেস। আসন্ন বাদল অধিবেশনে কোন কোন বিষয়গুলি উত্থাপিত করা হবে তা নিয়ে আলোচনার জন্য কংগ্রেস শনিবার সন্ধ্যায় সনিয়া গান্ধীর বাসভবনে এক জরুরি বৈঠকের আয়োজন করে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ দলের শীর্ষ নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। দেড় ঘন্টা ধরে চলা এই বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনে যে বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে তা নিয়ে দলের অন্দরে বিস্তর আলোচনা হয়েছে। এর মধ্যে যেমন রয়েছে মণিপুরের অশান্তি, তেমনই রয়েছে রেল সুরক্ষা, জেপিসি আদানি ইস্যু। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বৈঠকের পরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, "পাঁচ-ছয়টি প্রধান বিষয় রয়েছে যার উপর আমাদের অবশ্যই আলোচনার প্রয়োজন আছে।"
তিনি বলেন, এর মধ্যে প্রথম ও প্রধান বিষয় হল মণিপুরে জাতিগত হিংসা। এই বিষয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ।এই বিষয় নিয়ে "প্রধানমন্ত্রীর বিবৃতি দরকার। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি বিতর্ক হওয়া একান্তভাবেই প্রয়োজন” । এদিন তিনি জোর দিয়ে বলেন, "মণিপুরে কী ঘটেছে, কেন্দ্র এবং রাজ্য কী করেছে এবং তারা আগামী দিনে হিংসা দমনে কী পদক্ষেপ নিতে চলেছে, প্রধানমন্ত্রী মোদী্র উচিত সংসদে সকলের সামনে তা জানানো”।
দ্বিতীয় বিষয়টি নিয়ে কংগ্রেস কেন্দ্রকে আসন্ন বাদল অধিবেশনে প্যাঁচে ফেলতে চলেছে তা হল দেশের রেল নিরাপত্তা। জয়রাম রমেশ বলেন, "বন্দে ভারতের নামে রেল নিরাপত্তা নিয়ে যে আপস হয়েছিল এবং আমরা বালাসোরে তার দুর্ভাগ্যজনক উদাহরণ দেখেছি,"। কংগ্রেস নেতা আরও বলেন, “রেল বাজেট আলাদাভাবে উপস্থাপন না করায় রেল মন্ত্রকের কী কাজ হচ্ছে বা করা হচ্ছে না তা নিয়ে বিশদ আলোচনা করার সুযোগ সাংসদদের নেই”। এছাড়াও দল ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে’র আওতায় নিয়ে আসা পণ্য ও পরিষেবা কর নিয়ে আলোচনার দাবি করবে।
"মোদী সরকার এবং বিভিন্ন রাজ্যের গভর্নররা যে ভাবে দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর আক্রমণ," করে চলেছে তা নিয়েও আসন্ন বাদল অধিবেশনে নিজেদের বক্তব্য তুলে ধরবে দল এমনটাই জানিয়েছেন, দলের সিনিয়ার নেতা জয়রাম রমেশ। এর পাশাপাশি দেশে ক্রমবর্ধ্বমান মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের অভাবের মত বিষয়গুলি নিয়েও সরব হবে দল।
‘পিএমএলএ, এমজিএনআরইজিএ-র মতো ইস্যু নিয়েও আসন্ন বাদল অধিবেশনে দলের তরফে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা। তিনি অভিযোগ করেছেন, “ইউপিএ-র সময় থেকে গ্রামীণ উন্নয়নের জন্য বাস্তবায়িত কর্মসূচি, আজ বিভিন্ন অজুহাত দেখিয়ে দুর্বল করা হচ্ছে।"
সংসদের আসন্ন বাদল অধিবেশনে, ২০ জুলাই থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে। কংগ্রেসের তরফে মহিলা কুস্তিগীরদের ওপর যৌন হয়রানির অভিযোগে প্রাক্তন ফেডারেশন প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরকারকে প্রশ্ন করবে বলেও এদিনের সংবাদ সম্মেলনে জানিয়েছেন জয়রাম রমেশ।
তিনি জোর দিয়ে বলেছেন, "এই বিষয়টিও আমাদের মাথায় রয়েছে এবং আমরা অবশ্যই লোকসভা এবং রাজ্যসভায় বিষয়টিকে উত্থাপন করব,"। দল আবারও মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের ভিত্তিতে আদানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের জন্য একটি যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানাবে। পাশাপাশি মধ্যপ্রদেশে দলিত ও আদিবাসীদের উপর হামলার মতো নির্দিষ্ট বিষয়গুলিও আসন্ন বাদল অধিবেশনে সংসদে উত্থাপিত হবে।