অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ না করে, একটা বিশ্ববিদ্যালয় স্থাপনের পরামর্শ দিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তাঁর দাবি, মন্দির নয়, শিক্ষার আলোই 'রাম রাজ্য' প্রতিষ্ঠা করতে পারবে।
রবিবার এনডিটিভি-র এক সাক্ষাৎকারে সিসোদিয়া বলেন, "আমার মতে, দু'পক্ষের (হিন্দু ও মুসলিম) সহমতের ভিত্তিতে ওখানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক"। তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, খ্রিষ্টান- সব ধর্মের পড়ুয়ারাই এই বিশ্ববিদ্যালয় থেকে 'ভগবান রামে'র দর্শন সম্পর্কে জ্ঞান লাভ করুক। আমরা যদি এভাবে শিশুদের শিক্ষা দিতে পারি, সে ক্ষেত্রে 'রাম রাজ্য' নির্মাণ সহজতর হবে। রাম মন্দির তৈরির মাধ্যমে 'রাম রাজ্য' নির্মাণ যে কোনও ভাবেই সম্ভব না, এদিন সে কথাও স্পষ্ট করেছেন আম আদমি পার্টির এই শীর্ষ নেতা।
জাতপাতের রাজনীতির বিষয়ে প্রশ্ন করা হলে, তীর্যক সুরে সিসোদিয়া বলেন, "জাপান বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি দেখতাম, সকলে হাইড্রোজেন চালিত বিশেষ গাড়ির ব্যবহার নিয়ে আলোচনা করছে। এর আজ আমরা টুইটারে ভগবান হনুমানের জাত নিয়ে বিতর্কে ব্যস্ত"। এরপরই যেসব দল জাতপাতের রাজনীতি করে, তাদের এক হাত নিয়েছেন তিনি। দিল্লির শিক্ষামন্ত্রীর মতে, একদিকে ডিজিটাল ইন্ডিয়ার পাঠ এবং একই সঙ্গে 'হিন্দুত্ব ঘেঁষা' উপাচর্যদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসানোর চেষ্টা ভয়ঙ্কর।
আসন্ন লোকসভা নির্বাচন দিল্লির ৭টি আসনই আপ পাবে বলে জানিয়েছেন মণীশ সিসোদিয়া। এর পাশাপাশি, পঞ্জাব এবং হরিয়ানাতেও তাঁর দল ভাল ফল করবে বলে আশাবাদী তিনি। দিল্লি পুলিশকে অবিলম্বে দিল্লি সরকারের হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছেন এই আপ নেতা।
Read the full story in English