Advertisment

Manmohan Singh Last Rites: পঞ্চভূতে বিলীন 'রাষ্ট্রনায়ক'! 'অমূল্য রত্ন' খুইয়ে কান্নায় ভেঙে পড়ল দেশবাসী

Manmohan Singh Last Rites: বৃহস্পতিবার রাতে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। শেষ বিদায় জানাতে হাজির মোদী।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Manmohan Singh Funeral .

চোখের জলে মনমোহনকে বিদায়, শোকে ভাসছে গোটা দেশ! শেষ শ্রদ্ধা মোদী, মুর্মু, রাহুলের Photograph: (ফাইল ছবি)

Manmohan Singh Last Rites: আজ রাষ্ট্রীয় মর্যাদায় দেশের প্রাক্তন মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। বেলা ১১টা ৪৫ মিনিটে দিল্লির নিগমবোধ ঘাটে তাঁকে শেষ বিদায় জানানো হবে।

Advertisment

বৃহস্পতিবার রাতে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর  শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল ১১টা ৪৫ মিনিটে নয়াদিল্লির নিগমবোধ ঘাটে তাঁকে শেষ বিদায় জানানো হবে।

Advertisment

এর আগে, নয়াদিল্লির মতিলাল নেহরু রোডের ৩ নম্বর বাসভবন থেকে সকাল ৮টায় কংগ্রেস সদর দফতরে তাঁর মৃতদেহ আনা হয়। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সাধারণ মানুষ ও কর্মীরা তাঁকে শেষ  শ্রদ্ধা জানান। সাড়ে ৯টার পর থেকে শুরু হবে তার শেষ বিদায়ের প্রস্তুতি। কংগ্রেস সদর দফতরে  উপস্থিত রয়েছেন রাহুল, চিদাম্বরম, খড়গে, মাকেন সহ বহু নেতা।

মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। দেশের অর্থনীতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাঁকে দেশের অর্থনৈতিক সংস্কারের স্থপতি বলে বিবেচনা করা হয় ।

মনমোহন সিংয়ের প্রয়াণে দেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ তাঁর শেষকৃত্যের দিন কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি থাকবে। গতকাল অর্থাৎ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিগম বোধ ঘাটে নিয়ে আসা হল প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব,পাশাপাশি শেষ কৃত্যে হাজির হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতীশিও। কিছু সময় পরই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

শেষকৃত্যে হাজির প্রধানমন্ত্রী মোদী  

'মনমোহন সিংকে ভারতরত্ন দেওয়া উচিত'

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখার্জি বলেছেন, "মনমোহন সিংয়ের জন্য একটি স্মৃতিসৌধ তৈরি করা উচিত এবং তাকে ভারতরত্ন দেওয়া উচিত।" 

প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা রাহুল গান্ধীর

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যে ভারতে পৌঁছেছেন ভুটানের রাজা ও মরিশাসের বিদেশমন্ত্রী। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জেপি নাড্ডার।

মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু

মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সনিয়া গান্ধী

নিগম বোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী৷ এর আগে কংগ্রেস সদর দফতরেও যান সনিয়া গান্ধী।

মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় রাহুল 

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃতদেহ দাহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে

 

Manmohan Singh passes away
Advertisment