Advertisment

Lok Sabha Elections 2024: লোকসভাকে টার্গেট রেখে বিরাট অঙ্ক বিজেপি, ৪০০ পারের লক্ষ্যে কৌশলে বড়সড় রদবদল!

লোকসভা নির্বাচনে বিজেপির কাছে একটা বড় 'ফ্যাক্টর' উত্তরপ্রদেশ। যোগীরাজ্যে মোট ৮০ টি লোকসভা আসন রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশকে বাড়তি গুরুত্ব দিচ্ছে পদ্মশিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
manoj yadav, madhya pradesh, indian express

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের সাথে লখনউতে, রবিবার, 3 মার্চ, 2024-এ 'যাদব মহাকুম্ভ' সমাবেশে মালা পরিয়ে দেওয়া হচ্ছে। (পিটিআই ছবি)

Mohan Yadav Attend Yadav Mahakumbh in Lucknow: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব রবিবার (৩ মার্চ) উত্তরপ্রদেশ সফরে গিয়েছিলেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে লখনউতে আয়োজিত "যাদব মহাকুম্ভ"-এ যোগ দেন। মুখ্যমন্ত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স-এ এই তথ্য জানিয়েছেন। 'সামাজিক সম্প্রীতির' এই অনন্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর উত্তরপ্রদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Advertisment

লোকসভা নির্বাচনে বিজেপির কাছে একটা বড় 'ফ্যাক্টর' উত্তরপ্রদেশ। যোগীরাজ্যে মোট ৮০ টি লোকসভা আসন রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশকে বাড়তি গুরুত্ব দিচ্ছে পদ্মশিবির। বিজেপি তাই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের মাধ্যমে 'যাদব' ভোটব্যাঙ্কে প্রভাভ বিস্তারের চেষ্টা করছে। উত্তরপ্রদেশের রাজনীতিতে যাদব সম্প্রদায়ের একটা বড় প্রভাব রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের মাধ্যমে সমাজবাদী পার্টির 'যাদব' ভোটব্যাঙ্ককে দুর্বল করতে চায়।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে 'হিন্দি বলয়ে' প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিজেপি। বিশেষ করে উত্তর প্রদেশ ও বিহারের 'যাদব সম্প্রদায়কে' কাছ টানতে মরিয়া গেরুয়া শিবির। এবার লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ৪০০ পার। তাই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হতেই প্রার্থী তালিকা প্রকাশ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে পদ্মশিবির।

রবিবার উত্তরপ্রদেশে গিয়ে 'যাদব সম্প্রদায়ের' ভোটব্যাঙ্ককে টার্গেট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডাঃ মোহন যাদব। তিনি মহাকুম্ভে যোগ দিতে লখনউয়ে গিয়েছিলেন। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক মুখ্যমন্ত্রী মোহন যাদবকে পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানান। মুখ্যমন্ত্রীকে ভগবান শ্রী কৃষ্ণের মূর্তিও উপহার দেন তিনি। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে নিশানা করেন। তিনি বলেন, 'যাদব সম্প্রদায় কোনো সীমানার মধ্যে বাধা থাকতে পারে না। যাদবের নিজস্ব পরিচয় আছে'।

মুখ্যমন্ত্রী যাদব আরও বলেন, 'যাদবরা ভগবান শ্রী কৃষ্ণের বংশধর। আমরা গর্বিত যে আমরা সেই বংশ থেকে এসেছি'। সেই সঙ্গে রাজ্যের সঙ্গে তাঁর পরিবারের যোগসূত্রের কথাও এদিন স্মরণ করেন তিনি। এক মাসেরও কম সময়ের মধ্যে এটাই উত্তরপ্রদেশে তার দ্বিতীয় সফর।
মোহন যাদবের সফরের প্রতিক্রিয়ায়, অখিলেশ যাদব বলেন, "ভোটকে সামনে রেখে এটা বিজেপির পুরনো অভ্যাস। কখনই তা সফল হবে না"। রাজ্য কংগ্রেসের সম্পাদক অনিল যাদব 'যাদব মহাকুম্ভে' মোহন যাদবের অংশগ্রহণকে নিছকই 'নির্বাচনী চিত্রনাট্য' বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, 'যারা "বিদ্বেষের বিষ" ছড়ায় তাদের বিরুদ্ধে যাদব সম্প্রদায়কে আরও বেশি সচেতন থাকতে হবে'।

এসপি এবং কংগ্রেসের সূত্রগুলি জানিয়েছে যে দলগুলি কৃষ্ণের নামে যাদবদের কাছে পৌঁছানোর বিজেপির যে কৌশল সেদিকে নজর রাখছে। এক বিরোধী নেতার কথায়, “সবাই জানে যে এগুলি বিজেপির নির্বাচনী কৌশল। বিজেপি নেতারা ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের সময় তাদের 'গুন্ডা' বলে টার্গেট করেছিল। তবে আমাদের আশঙ্কা বিজেপি অতীতের মতো আবার মেরুকরণের চেষ্টা করবে। আমরা সম্প্রদায়কে তাদের কৌশল সম্পর্কে সচেতন থাকতে অনুরোধ করব"।

loksabha election 2024
Advertisment