Advertisment

পুজোয় জনসংযোগে জোর তৃণমূল নেতা, মন্ত্রীদের

পুজোর দখল ঘিরে পদ্ম ও জোড়াফুল শিবিরের টানাটানি রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছিল। সেই লড়াইতে অবশ্য বাজিমাত করেছে রাজ্যের শাসক দল। কিন্তু, সেখানেই থেমে থাকতে রাজি নয় তৃণমূল শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুজোয় জনসংযোগে জোর তৃণমূল নেতা, মন্ত্রীদের

পুজোর দখল ঘিরে পদ্ম ও জোড়াফুল শিবিরের টানাটানি রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছিল। সেই লড়াইতে অবশ্য বাজিমাত করেছে রাজ্যের শাসক দল। কিন্তু, সেখানেই থেমে থাকতে রাজি নয় তৃণমূল শিবির। জনসংযোগ বাড়াতে এবার পুজোয় দলীয় নেতৃত্বকে নিজেরে এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন সুপ্রিমো। সেক্ষেত্রেও অবশ্য মানা হচ্ছে সতর্কতা। বলা হয়েছে, পুজো মণ্ডপের আশপাশে যেন তৃণমূলের ব্যানার বা ফ্লেক্স ব্যবহার করা না হয়। বিরোধিদের অভিযোগ, উৎসবেও রাজনীতির রং লাগাচ্ছে জোড়াফুল। সেই অভিযোগ থেকে বাঁচতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Advertisment

নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতার কথায়, 'দলের নির্দেশ ভাসান পর্যন্ত মন্ত্রী ও সকল জনপ্রতিনিধিদের নিজেদের এলাকায় থাকতে হবে। সুযোগ পেলেই গেরুয়া শিবির কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তা ঠেকাতেই সজাগ থাকার পরামর্শ দিয়েছেন নেত্রী।' উত্তর ২৪ পরগনায় এবার লোকসভা ভোটে ৫টি আসনের মধ্যে ২টি হাতছাড়া হয়েছে রাজ্যের শাসক শিবিরের। জেলায় ক্রমশ মাথাচাড় দিচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে পুজোয় জনসংযোগকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল। জেলার এক শীর্ষ তৃণমূল নেতার কথায়, 'দুর্গা পুজো মহামিলনের এক উৎসব। তাই আমাদের উপস্থিতিতে মানুষ যেন মনে না করেন যে রাজনীতি করা হচ্ছে। তাই পুজো মণ্ডপের আশেপাশে আমরা কোনও ফ্লেক্স, ব্যানার ব্য়বহার করছি না।'

আরও পড়ুন: ভারত ও বাংলাদেশের মধ্যে সাতটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত

তবে, বড় বড় সব পুজো মণ্ডপকে কেন্দ্র করে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার স্টল বসানো হয়েছে। এই পুজোতেই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের কাছে যাওয়ার উদ্যোগ নিয়েছে জোড়াফুল শিবির। বাদ যায়নি গেরুয়া শিবিরও। তারাও জনসংযোগে জোর দিয়েছে। যা ঘিরে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল আগেই। তারাও, কলকাতা সহ রাজ্যব্যাপী ১০ হাজার দলীয় পুস্তকের স্টল দিয়েছে।

উৎসব ঘিরেই রাজনীতির ছোঁয়া। যা ঘিরে তরজায় রাজ্যের যুযুধান তৃণমূল ও বিজেপি।

Read  the full story in English

Mamata Banerjee Durga Puja 2019 bjp tmc
Advertisment