Advertisment

‘দিল্লি গিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা আছে’, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

CM at Nabanna: বাংলায় হেরেছে বলে কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে বদনাম করা হচ্ছে।এদিন এমন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
The state government is going to launch 'Duare Sarkar' camp again at the beginning of the new year, announced Chief Minister Mamata Banerjee

ফাইল ছবি

CM at Nabanna: আগামি দিনে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ঘিরে একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সেই সম্ভাবনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর জবাব। ‘আমি নির্বাচনের পরে করোনার বাড়াবাড়ির জন্য দিল্লি  যেতে পারিনি। কিন্তু এখন করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমি সংসদের অধিবেশন চলাকালীন যদি দিল্লি যাই, সবার সঙ্গে দেখা হবে আশা করি। নতুন, পুরনো সব বন্ধুরা রয়েছেন। কবে যাব ঠিক করিনি। কিন্তু গেলে কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করব। সময় পেলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব।‘

Advertisment

তবে শুধু নিজের দিল্লি সফরে সিলমোহর বসানো নয়, এদিন ভ্যাকসিন বণ্টনে অস্বচ্ছতার অভিযোগ এবং আইনশৃঙ্খলা নিয়ে ঘুরিয়ে উত্তর প্রদেশকে বিঁধেছেন মমতা। এদিন করোনা মোকাবিলায় ইউপি সরকারের ভুয়সী প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর গলায়। সেই বিষয় সাংবাদিকরা নবান্নে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন উত্তরপ্রদেশে কী অবস্থা। ওখানে আইনের কোনও শাসন নেই। কটি কমিশন, কটি এজেন্সি তিনি ওখানে পাঠিয়েছেন?”

বাংলায় হেরেছে বলে কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে বদনাম করা হচ্ছে।এদিন এমন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। করোনা টিকা নিয়ে কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, "এমাসেও ৭৫ লক্ষ দেওয়ার কথা বলে মাত্র ২৫ লক্ষ পেয়েছি। এব্যাপারে আমরা আবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। ভ্যাকসিন না আসায় ৭দিন ভ্যাকসিন দেওয়া বন্ধ ছিল। আজকেও প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নিয়ে ফের চিঠি দিয়েছি। হয়তো কোনও উত্তর পাব না, তাও চিঠি দিয়েছি। অনেক রাজ্যকে বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, অনেক রাজ্যকে দেওয়া হচ্ছে না। উত্তর প্রদেশ বিজেপির রাজ্য বলে বেশি দেবেন, বাংলাকে দেবেন না এটা অন্যায়।‘

পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি, ‘আমরা ১৪ কোটি চেয়েছিলাম মাত্র দু’কোটি ৭২ লক্ষ ভ্যাকসিন পেয়েছি। ১৮ লক্ষ নিজের পয়সা দিয়ে কিনেছি। ভ্যাকসিন না পেলে কীভাবে সবাইকে টিকা দেব?‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Modi CM Mamata Delhi Visit
Advertisment