মাত্র কয়েকমাসের অপেক্ষা, তারপরই বাজবে উনিশের ভোটযুদ্ধের দামামা। এবারের লোকসভা ভোটে বড় চমক অবশ্যই বিরোধী ঐক্য। এবার সেই ঐক্যে কার্যত যেন ঝাঁকুনি দিলেন মায়াবতী। বিশেষত উত্তরপ্রদেশে ভোট রাজনীতিতে বিরোধী ঐক্যকে যেন কিছুটা হলেও কাঁপিয়ে দিলেন। দেশে জ্বালানির লাগামছাড়া দাম বৃদ্ধিতে জ্বলছে গোটা দেশ। এহেন প্রেক্ষাপটেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বসপা নেত্রী। দেশে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য বিজেপি, কংগ্রেস দু’জনেই দায়ী। অন্যদিকে, সোমবার দেশে পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ডাকা ভারত বনধে হিংসার ঘটনাতেও নিন্দায় সরব হলেন মায়াবতী।
বহুজন সমাজ পার্টি নেত্রী এদিন বলেন যে,কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ টু আমলে যে ভুল অর্থনৈতিক নীতি তৈরি করা হয়েছিল, বিজেপিও সেই একই ভুল করছে। অর্থাৎ বিজেপিও সেই ভুল অর্থনৈতিক নীতি অনুসরণ করছে। একইসঙ্গে তিনি বলেন যে, ভুল অর্থনৈতিক নীতি তৈরি করায় ২০১৪ সালে পতন হয়েছিল ইউপিএ টু সরকারের।
আরও পড়ুন, পেট্রোল এবং ডিজেলে লিটার পিছু এক টাকা কমানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
এক বিবৃতিতে মায়াবতী বলেন যে, দেশে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি ইস্যুতে যে ভারত বনধ ডাকা হয়েছিল তার জন্য বিজেপি ও কংগ্রেস সমানভাবে দায়ী। বসপা সুপ্রিমো আরও বলেন যে, ২০১০ সালের জুন মাসে ইউপিএ টু সরকার যেমন ভাবে পেট্রোলের দামের উপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিয়েছিল, ঠিক একই ভাবে মোদি সরকার পেট্রোলের দামের উপর নিয়ন্ত্রণ তুলে নিয়েছে ২০১৪ সালের ১৮ অক্টোবর।
ইউপিএ আমলের সঙ্গে এনডিএ সরকারের তুলনা টানতে গিয়ে মায়াবতী আরও বলেছেন যে, ইউপিএ ২ সরকারের শেষ দিকে যেমন দুর্নীতি, ভুল অর্থনৈতিক পলিসির অভিযোগে বিদ্ধ হয়েছিল সে দল, ঠিক তেমনটাই অবস্থা হয়েছে এখনকার এনডিএ সরকারের। কংগ্রেস ও বিজেপি একই পথ অনুসরণ করছে বলেও তোপ দাগেন বহুজন সমাজ পার্টি নেত্রী।