scorecardresearch

‘ডিবেট করতে আমরা তৈরি’, শাহের চ্যালেঞ্জ গ্রহণ বুয়া-ভাতিজার

মোদী সেনাপতির চ্যালেঞ্জ গ্রহণ করে অখিলেশ যাদব ও মায়াবতীরা বললেন, ‘‘আমরা ডিবেট করতে প্রস্তুত’’।

mayawati bsp, মায়াবতী, বসপা নেত্রী, মায়াবতী বসপা, অমিত শাহের চ্যালেঞ্জ গ্রহণ মায়াবতীর, bsp chief mayawati, শাহের চ্যালেঞ্জ নিলেন মায়াবতী, মায়াবতী ডিবেট অমিত শাহ, caa protests, সিএএ, সিএএ বিক্ষোভ, anti caa protests, citizenship act amit shah, opposition caa, bjp caa protests, home minister amit shah, শাহ মায়াবতী ডিবেট চ্যালেঞ্জ
মায়াবতী, অখিলেশ ও অমিত শাহ।

অমিত শাহের চ্যালেঞ্জ গ্রহণ করলেন বুয়া-ভাতিজা। লখনউয়ের মাটিতে দাঁড়িয়ে সিএএ নিয়ে জনতার দরবারে আলোচনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, রাহুল গান্ধীদের চ্যালেঞ্জ ছুড়েছিলেন বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর ২৪ ঘণ্টার মধ্যেই মোদী সেনাপতির চ্যালেঞ্জ গ্রহণ করে অখিলেশ যাদব ও মায়াবতীরা বললেন, ‘‘আমরা ডিবেট করতে প্রস্তুত’’।

এ প্রসঙ্গে এদিন টুইটারে মায়াবতী লেখেন, ‘‘সিএএ-এনআরসি-এনপিআর ইস্যুতে গোটা দেশে বিক্ষোভ চলছে। এ ইস্যুতে বিরোধীদের ডিবেটে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছে সরকার। বসপা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। যে কোনও জায়গায়, যে কোনও ফোরামে ডিবেট করতে প্রস্তুত’’। মায়াবতীর পর পরই শাহের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সপা নেতা অখিলেশ যাদবও। মুলায়ম-পুত্র বলেছেন, ‘‘উন্নয়ন নিয়ে ডিবেট করতে আমরা প্রস্তুত। ভেন্যু ঠিক করুন। আপনাদের পছন্দের চ্যানেল, অ্যাঙ্কর বাছুন’’।

আরও পড়ুন: ‘আমরা হিন্দুস্তানি, গালি দিয়ে দেশ খালি করবেন?’, শাহকে নিশানা মমতার

আরও পড়ুন: আমি বিজেপির প্রশান্ত কিশোর নই যে ওঁদের বার্তা দেব: বৈশাখী

এদিন অমিত শাহকে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার মিছিলে হাঁটার পর দার্জিলিঙের সভায় শাহকে নিশানা করে মমতার মন্তব্য, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী খালি বড় বড় কথা বলেন। আমরা নাকি মিথ্যা কথা বলছি! তাহলে আপনি সত্যিটা কী, সেটা বলুন। ওঁরা সকালে এক বলেন, আর বিকেলে আরেক কথা বলেন। আমাদের গালি দিয়ে দেশ খালি করবেন! এভাবে চলবে না’’।

উল্লেখ্য, মঙ্গলবার লখনউয়ের এক সভায় মমতা-মায়াবতী-রাহুলকে চ্যালেঞ্জ করে অমিত শাহ বলেন, সিএএ ইস্যুতে জনতার দরবারে আলোচনায় বসুন। একইসঙ্গে হুঁশিয়ারির সুরে শাহ বলেন, ‘‘যতই বিরোধিতা করুন, সিএএ প্রত্যাহার করা হবে না’’। কংগ্রেস, সপা, বসপা, তৃণমূলকে বিঁধে প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘‘সংশোধিত নাগরিকত্ব আইনে কারও নাগরিকত্ব কাড়ার কথা বলা হয়নি। সিএএ নিয়ে কংগ্রেস, সপা, বসপা, তৃণমূল অপপ্রচার চালাচ্ছে’’।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Mayawati first to accept amit shahs challenge caa nrc npr