Advertisment

আরএসএস মুসলিমদের গ্রহণ করবে না: মায়াবতী

মায়াবতী বলেছেন যে, শুধু অযোধ্যার রাম মন্দিরই নয়, অন্য কোনও মন্দির বানাতেও যদি মুসলিমরা সম্মত হয়, তবুও আরএসএস কখনই মুসলিমদের গ্রহণ করবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
mayawati, মায়াবতী

বসপা নেত্রী মায়াবতী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সকলকে একসঙ্গে নিয়ে চলাই হল আসল হিন্দুত্ব, ক’দিন আগেই আরএসএসের একটি অনুষ্ঠানে এভাবেই সম্প্রীতির বার্তা দিয়েছিলেন সরসংঘচালক মোহন ভাগবত। এবার আরএসএস প্রধানের সেই সম্প্রীতির বার্তাকে কার্যত কটাক্ষের সুরে সুর চড়ালেন বসপা নেত্রী মায়াবতী। মোহন ভাগবত বলেছিলেন, যেদিন মুসলিমরা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে, সেদিন হিন্দুত্বেরও বিলুপ্তি ঘটবে। সরসংঘচালকের সেই বার্তাকে কটাক্ষ মায়াবতী বলেছেন যে, শুধু অযোধ্যার রাম মন্দিরই নয়, অন্য কোনও মন্দির বানাতেও যদি মুসলিমরা সম্মত হয়, তবুও আরএসএস কখনই মুসলিমদের গ্রহণ করবে না।

Advertisment

এ প্রসঙ্গে বহুজন সমাজ পার্টি সুপ্রিমো এক বিবৃতিতে বলেছেন যে, মুসলিমরা যদি অনেক মন্দিরও তৈরি করেন, তবুই সংকীর্ণ হিন্দুরা ওদের সঙ্গে সম্পর্ক ঠিক করবে না, কারণ ওদের মানসিকতাই হল মুসলিম বিরোধী, দলিত বিরোধী ও সংখ্যালঘু বিরোধী। আরএসএস, বিজেপি যে, ভাগাভাগি করে, সে ব্যাপারেও সরব হন মায়াবতী। উল্লেখ্য, বুধবার আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন যে, অযোধ্যায় যদি মুসলিমরা রাম মন্দির তৈরি করেন, তবে, হিন্দু-মুসলিম বিদ্বেষ প্রশমিত হবে। এ প্রসঙ্গেই মায়াবতী বলেন যে, সরসংঘচালকের এহেন বক্তব্যের সঙ্গে তিনি সহমত নন।

আরও পড়ুন, মুসলিমরা অবাঞ্ছিত হলে হিন্দুত্বেরও বিলুপ্তি: মোহন ভাগবত

বসপা নেত্রী মায়াবতী আরও বলেছেন যে, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর ও বিভিন্ন রাজ্যের ক্ষমতা দখলের পরই সাম্প্রদায়িকতা ও জাতপাত নিয়ে আরএসএসের চেহারা প্রকট হয়েছে। দেশে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, দুর্নীতি, দারিদ্রতার মতো ঘটনা থেকে দেশবাসীর নজর ঘোরাতেই আরএসএসের ওই তিনদিনের অনুষ্ঠান বলেও সরব হন মায়াবতী।

অন্যদিকে, তিন তালাক অর্ডিন্যান্স নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেন বসপা নেত্রী। এ প্রসঙ্গে মায়াবতী বলেন যে, তিন তালাকের মতো সংবেদনশীল ইস্যুকে নিয়ে বিজেপি রাজনীতি করছে। সবটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

RSS national news
Advertisment