Advertisment

মায়াবাতীর অবস্থান বদল, 'বিজেপির সঙ্গে জোটের আগে রাজনীতি ছাড়ব'

সপা প্রার্থীকে হারাতে বিজেপিকে সমর্থনে রাজি তিনি। দিন কয়েক আগেই এই দাবি করেছিলেন বহুজন সমাজবাদী নেত্রী মায়াবতী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সপা প্রার্থীকে হারাতে বিজেপিকে সমর্থনে রাজি তিনি। দিন কয়েক আগেই এই দাবি করেছিলেন বহুজন সমাজবাদী নেত্রী মায়াবতী। কিন্তু, সোমবার সেই অবস্থান থেকে সরে আসার কথা জানালেন 'বেহেনজি'। বললেন, 'বিজেপির সঙ্গে জোট বাঁধার আগে রাজনীতি থেকে অবসর নেব।' বিজেপি সমর্থনের প্রশ্নে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সমালোচনায় বিদ্ধ হয়েই মায়াবতীর এই ভোল বদল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisment

রাজনৈতিক ফায়দার জন্য সমাজবাদী পার্টি ও কংগ্রেস তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করছে বলে দাবি বসপা নেত্রীর। মায়াবতী সোমবার বলেছেন, 'ভবিষ্যতে কোনও নির্বাচনেই বিজেপির সঙ্গে বিএসপির জোট হতে পারে না। আমাদের আদর্শ সর্বধর্ম সেবা। আর বিজেপি আপাদমস্তক সাম্প্রদায়িক দল। ওঁদের সঙ্গে জোট করার আগে আমি রাজনীতি থেকে অবসর নেব।'

আরও পড়ুন- ‘বিরোধীদের হারাতে দরকার হলে বিজেপিকে ভোট দেব’

মায়াবতী গত বৃহস্পতিবার বলেছিলেন যে, 'বহুজন সমাজ পার্টি ঠিক করেছেন যে বিধানপরিষদে সপা প্রার্থীকে হারাবে। এর জন্য প্রয়োজনে বিজেপিকে ভোট দিতে বসপা পিছপা হবে না। যে দলের প্রার্থীকে ভোট দিলে এসপি-র দ্বিতীয় প্রার্থীকে আটকানো যায়, তাকেই ভোট দেওয়া হবে।'

এরপরই মায়াবতীকে বিজেপির 'বন্ধু' বলে দাবি প্রতার করতে শুরু করে অখিলেশ যাদব ও কংগ্রেস নেতৃত্ব। বসপার অন্দরেও ক্ষোভ জমে। তড়িঘড়ি তাই সোমবারই অবস্থান বদল করলেন 'বহেনজি'।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mayawati uttar pradesh bjp
Advertisment