নতুন নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করার জন্য রবিবার বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী দলের বিধায়ক রামাবাই পরিহরকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করলেন। মধ্যপ্রদেশের দামোহ জেলার পাথারিয়া বিধানসভা আসনের বিধায়ক সিএএ-এর প্রশংসা করে বলেন যে এটি দীর্ঘসময় ধরে বাকি ছিল। কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো নেতাই এই জাতীয় সিদ্ধান্ত নিতে পারেন। বহুলচর্চিত এই আইন নিয়ে দলের বিপরীতে বিধায়কের এমন অবস্থানের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী, এমনটাই মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: সিএএ প্রতিবাদ: লখনউয়ে গ্রেফতার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার
একটি টুইটে মায়াবতী লিখেছেন, "নাগরিকত্ব আইনকে সমর্থন করার জন্য রামাবাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দলের কর্মকাণ্ডেও অংশ নিতে বারণ করা হয়েছে তাঁকে। মায়াবতীর সাফ বক্তব্য, “বিএসপি একটি সুশৃঙ্খল দল। কোনও বিধায়ক কিংবা সাংসদ দলের শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সেই মতোই বিধায়ক রামাবাই পাথেরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
আরও পড়ুন: দেশের মুসলিমরা মোদী-অমিতের বিরুদ্ধে, হিন্দুবিদ্বেষী নন
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুর চড়ানো বিএসপির অবস্থানে সহমত না হওয়া বিএসপি বিধায়কের বিষয়ে দলের অবস্থান নিয়ে মায়াবতী টুইটে লেখেন, “বিএসপি বিলটিকে বৈষম্য ও অসাংবিধানিক আখ্যা দিয়ে প্রতিবাদ শুরু করেছিল। এমনকী সংসদে এর বিরুদ্ধে ভোটও দিয়েছিল। এমনকি আমরা একটি স্মারকলিপিও দিয়েছিলাম এই বিলটি যেন রাষ্ট্রপতি প্রত্যাহার করে নেন এই মর্মে।" প্রসঙ্গত, অতীতেও দলের বিরুদ্ধে গিয়ে সুর চড়িয়েছিলেন বিধায়ক পরিহর। এর আগে তাঁকে বেশ কয়েকবার দলের নিয়ম মেনে চলার জন্য সতর্কও করা হয়েছিল।" যদিও রামবাই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
Read the full story in English