Advertisment

Mayawati's Masterstroke: জন্মদিনে একলা চলার বিরাট বার্তা মায়াবতীর, অবসর নিয়ে কী জানালেন?

মায়াবতী বলেন, ধর্মের আড়ালে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। SC-STদের সংবিধানে সরকারি চাকরির যে সুবিধা দেওয়া হয়েছে, তারা এই সরকারে আমলে তা পাচ্ছে না।

author-image
IE Bangla Web Desk
New Update
বিএসপি, লোকসভা নির্বাচন 2024, ইউপি নিউজ, ইউপি রাজনীতি, মায়াবতী, ইন্ডিয়া অ্যালায়েন্স, লোকসভা চুনাভ 2024, বিএসপি, লোকসভা নির্বাচন 2024, ইউপি নিউজ, মায়াবতী, ইন্ডিয়া অ্যালায়েন্স, লোকসভা নির্বাচন

মায়াবতী বলেন, ধর্মের আড়ালে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। SC-STদের সংবিধানে সরকারি চাকরির যে সুবিধা দেওয়া হয়েছে, তারা এই সরকারের আমলে তা পাচ্ছে না।

বিএসপি ২০২৪ লোকসভা নির্বাচনে একা লড়বে, 'জোট প্রত্যাখ্যান' করে বিরাট বার্তা মায়াবতীর। বিএসপি সুপ্রিমো বলেন, ধর্মের আড়ালে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। SC-STদের সংবিধানে সরকারি চাকরির যে সুবিধা দেওয়া হয়েছে, তারা এই সরকারের আমলে তা পাচ্ছে না। উত্তরপ্রদেশ সরকার আমাদের পরিকল্পনা নকল করছে। সরকার দারিদ্র্য ও বেকারত্বের দিকে নজর দিচ্ছে না।

Advertisment

বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতী সোমবার তার ৬৮ তম জন্মদিনের দিনেই একলা চলার কথা ঘোষণা করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে একা লড়বেই বিএসপি, সাফ জানিয়ে দিয়েছেন মায়াবতী। পাশাপাশি তিনি কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বিজেপিকে আক্রমণ করেছেন। মায়াবতী এসপি প্রধান অখিলেশ যাদবেও নিশানা করেছেন। একই সঙ্গে জন্মদিনেই বড় ঘোষণা করেছেন তিনি। মায়াবতী জানিয়েছেন তার দল কোনো জোটে্র হাত ধরে আসন্ন নির্বাচনে লড়বে না।

মায়াবতী বলেন, 'দেশে লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা মাস বাকি। আমি আবার বলছি যে আমরা একাই লোকসভা নির্বাচনে লড়ব। কোনো দলের সঙ্গে জোট করছি না আমরা। আমাদের দল একাই লড়াই করে কারণ শীর্ষ নেতৃত্ব দলিত সম্প্রদায়ের। আমাদের ভোট হস্তান্তর হয়, কিন্তু জোটের ভোট আমাদের কাছে হস্তান্তর হয় না। আমরা ১৯৯৩ সালে সমাজবাদী পার্টি এবং ১৯৯৬ সালে কংগ্রেসের সঙ্গে জোট করেও কোনো সুবিধা পাইনি।

ইভিএমে কারচুপি হচ্ছে, – মায়াবতী

ইভিএম কারচুপি নিয়ে এদিন সরব হয়েছেন তিনি। মায়াবতী বলেন, জোট নিয়ে আমাদের অভিজ্ঞতা হলো জোট থেকে আমরা বেশি ক্ষতির সম্মুখীন হই। এ কারণেই দেশের বেশিরভাগ দলই বিএসপির সঙ্গে জোট করতে চায়। নির্বাচনের পর জোটের কথা ভাবা যেতে পারে। মায়াবতী আরও বলেছেন যে ইভিএমে প্রচুর কারচুপি করা হচ্ছে, তাই বিএসপি ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইভিএম কারচুপির বিষয়ে আওয়াজ উঠতে শুরু করেছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই ইভিএম নিষিদ্ধ করা হবে।

বিএসপি প্রধান বলেন, আমাদের সরকার ৪ বার ক্ষমতায় এসেছে। আমরা দলিতদের জন্য কাজ করেছি। ধর্ম ও সংস্কৃতির আড়ালে যে রাজনীতি করা হচ্ছে তা গণতন্ত্রের জন্য ভালো নয়। কংগ্রেস, বিজেপি ও তাদের সহযোগীদের আচরণ বর্ণবাদী ও সাম্প্রদায়িক।

আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি না- মায়াবতী

মায়াবতী বলেন, দেশের এসসি-এসটি এবং অন্যান্য মানুষ সংরক্ষণের সম্পূর্ণ সুবিধা পাচ্ছেন না। আকাশ আনন্দকে উত্তরসূরি করা হয়েছে ঠিকই তবে আমি আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি না। কিছু মিডিয়া এমন গুজব ছড়াচ্ছে এটা ভিত্তিহীন।

রাম মন্দিরের আমন্ত্রণ সম্পর্কে, বিএসপি প্রধান বলেছিলেন যে আমি আমন্ত্রণ পেয়েছি, তবে আমার দলের কর্মসূচিতে ব্যস্ত থাকায় যাওয়ার কোনও সিদ্ধান্ত নেইনি। এ বিষয়ে আমাদের ও আমাদের দলের কোনো আপত্তি নেই।

Mayawati
Advertisment