Advertisment

ভোজের রাজনীতিতে বিরোধীদের দ্বিতীয় বৈঠক, কড়া নজর রেখে বিজেপিও পালটা বৈঠকের পথে

বিজেপির দাবি, তাদের জোট এনডিএতে ৩৮টি দলের সমর্থন আছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengaluru Opposition Meeting

বেঙ্গালুরুতে বিরোধীদের সভাস্থলের বাইরে নেতাদের ছবি-সহ পোস্টার।

আগামী বছর (২০২৪ সাল) লোকসভা নির্বাচনের জন্য একটি ফ্রন্ট গঠনের লক্ষ্যে বিরোধী দলগুলোর নেতারা বেঙ্গালুরুতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই, বিজেপি প্রায় বিবর্ণ জাতীয় গণতান্ত্রিক জোটকে পুনরুজ্জীবিত করতে নিজস্ব সভা ডেকেছে। দাবি করেছে যে তাদের পক্ষে অন্তত ৩৮টি দলের সমর্থন রয়েছে। বেঙ্গালুরুতে কী হচ্ছে? রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এমকে স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার, হেমন্ত সোরেন, ভগবন্ত মান, লালুপ্রসাদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতাদের মধ্যে নৈশভোজ তথা বিরোধীদের বৈঠকের আয়োজন করা হয়েছে। মঙ্গলবারের বৈঠকে আসন ভাগাভাগি এবং দলগুলোর মধ্যে বৃহত্তর সমন্বয় ও যোগাযোগের মত বিষয় নিয়ে আলোচনা হবে।

Advertisment

বিরোধী বনাম বিজেপি শক্তি প্রদর্শনের এই লড়াইয়ে কমপক্ষে ২৪টি দল বিরোধীদের পক্ষে এবং ৩৮টি দল এনডিএর পক্ষে যোগ দিচ্ছে। এই দুটি বৈঠক, যার একটি দিল্লিতে, অন্যটি বেঙ্গালুরুতে- পরের বছরের লোকসভা নির্বাচনের জন্য আয়োজন করা হয়েছে। অন্যান্য নেতাদের মধ্যে সোমবার সন্ধ্যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বিরোধীদের নৈশভোজে উপস্থিত। আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য গত মাসে তিনি একটি ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট গঠনের লক্ষ্যে বিরোধী নেতাদের প্রথম বৈঠকের আয়োজন করেছিলেন। পাটনার সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জনেরও বেশি নেতা অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন- ভারতের বিদেশমন্ত্রী বিমসটেক-এ যোগ দিয়েছেন, কিন্তু সেটা আবার কী?

আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডাও আজ বেঙ্গালুরুতে বিরোধীদের নৈশভোজে পৌঁছেছেন। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে তারা দিল্লিতে পরিষেবাগুলোর নিয়ন্ত্রণ সম্পর্কিত কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতা করবে। তারই প্রেক্ষিতে আম আদমি পার্টি (আপ) ঘোষণা করেছিল যে তারা বিরোধীদের বৈঠকে অংশ নেবে। তার আগে কেন্দ্রের অধ্যাদেশের বিরোধিতা ইস্যুতে কংগ্রেস এবং আপের বিবাদ তুঙ্গে উঠেছিল। যেখানে আপ শর্ত দিয়েছিল, কংগ্রেস কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতা না-করলে তারা বিরোধীদের পরবর্তী বৈঠকে অংশ নেবে না।

bjp CONGRESS Mamata Banerjee
Advertisment