scorecardresearch

‘ওঁরা মোদীর কবর খুঁড়তে ব্যস্ত, দেশের মানুষ পদ্ম ফোটাতে মরিয়া’, বিরোধীদের ধুয়ে মোদীর নির্বাচনী প্রচার

প্রধানমন্ত্রী বলেন, মেঘালয়ে ‘ফ্যামিলি ফার্স্ট’-এর পরিবর্তে ‘জনগণের’ সরকার দরকার।

Meghalaya Assembly Election 2023, PM Modi, PM Modi in Shillong national politics

‘ওরা বলছে মোদী কবর খোঁড়া হবে… মানুষ বলছে পদ্ম ফুটবে’! শিলংয়ের জনসভায় বিরোধীদের তোপ দেগে বললেন মোদী। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভোট প্রচারে মেঘালয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী এদিন মেঘালয়ে একটি রোড শো’ও করেছেন। শিলংয়ে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী কংগ্রেসকে তুলোধোনা করেছেন।

বিজেপি এবার মেঘালয় নির্বাচনে ৬০ টি বিধানসভা আসনেই প্রথমবারের মতো প্রার্থী দিয়েছে, ২৭শে ফেব্রুয়ারি নাগাল্যান্ডের সঙ্গেই মেঘালয় নির্বাচন অনষ্ঠিত হবে। তাঁর আগেই রাজ্যে নির্বাচনী প্রচারে এসে মোদী বিরোধীদের নিশানা করেন। শিলংয়ে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, “মেঘালয়ের স্বার্থকে কখনই প্রাধান্য দেওয়া হয়নি। বিরোধীদের এই রাজনীতি মেঘালয়ের অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি করেছে এখানকার তরুণদের।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, মেঘালয়কে রাজনীতি থেকে পরিবারতন্ত্রকে মুছে দিতে হবে। শুধু দিল্লিই নয়, মেঘালয়েও, পারিবারিক দলগুলি তাদের পকেট ভরাতেই ব্যস্ত। প্রধানমন্ত্রী বলেন, যুবক, মহিলা, ব্যবসায়ী হোক, সরকারি কর্মচারী সবাই বিজেপি সরকারের দাবি করছে। মেঘালয় তথা উত্তর-পূর্বে বিজেপির প্রতি সমর্থনের অনুভূতি কিছু পরিবারের স্বার্থপর কাজের ফল। প্রধানমন্ত্রীর নাম না করে কংগ্রেসকে নিশানা করে বলেন, কিছু মানুষ রয়েছে যাদের দেশ প্রত্যাখ্যান করেছে, যারা হতাশায় ডুবে আজকাল বলছেন- মোদী, আপনার কবর খোঁড়া  হবে, কিন্তু দেশ বলছে, দেশের প্রতিটি কোণে বলছে- মোদী, এবার পদ্ম ফুটবে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, আজ ভারত যে সাফল্যের নতুন উচ্চতা স্পর্শ করছে মেঘালয়ের তাতে একটি শক্তিশালী অবদান রয়েছে। আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই এবং বিজেপি দেশের জন্য কাজ করতে চায়। তিনি বলেন, “আমি এটা বলতে পেরে খুশি যে মেঘালয় এবং উত্তর-পূর্বের মানুষ বিজেপির সঙ্গে আছে।”প্রধানমন্ত্রী বলেন, মেঘালয়ে ‘ফ্যামিলি ফার্স্ট’-এর পরিবর্তে ‘জনগণের সরকার’ দরকার। তিনি অভিযোগ করেন, পারিবারিক দলগুলি মেঘালয়কে তাদের কোষাগার পূরণের জন্য এটিএমে পরিণত করেছে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Meghalaya election 2023 pm narendra modi holds roadshow in shillong watch