Advertisment

Nagaland, Meghalaya Election 2023: উত্তর-পূর্বের দুই রাজ্যে চলছে ভোটগ্রহণ, গণতন্ত্রের উৎসব ঘিরে আনন্দের আবহ

দুপুর ১ টা পর্যন্ত মেঘালয়ে ৪৪.৭৩% ভোট, নাগাল্যান্ডে ৫৭.০৬% ভোট পড়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
Nagaland Assembly Election 2023,Meghalaya Assembly Election 2023,Meghalaya Election 2023,Nagaland Election 2023,Nagaland Elections 2023,Nagaland Polls 2023,Meghalaya Elections 2023,Meghalaya Polls 2023,Meghalaya Elections 2023 Live,Meghalaya Election 2023 Voting,Nagaland Elections 2023 Live,Nagaland Election 2023 Voting,Election 2023,Meghalaya Election,Nagaland Election,BJP,Congress,UDP,NDPP,NPF,TMC

Nagaland & Meghalaya Assembly Election 2023 News Updates: উত্তর-পূর্বের দুই রাজ্যে চলছে ভোটগ্রহণ। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটপর্ব। চলবে বিকেল ৪টা পর্যন্ত। মেঘালয়ে এবার পাখির চোখ তৃণমূলের, অন্যদিকে নাগাল্যান্ডে জমি ধরে রাখতে চায় বিজেপি। সোমবার ৬০ আসন বিশিষ্ট মেঘালয় এবং নাগাল্যান্ডের ৫৯টি আসনে ভোটগ্রহণ। এই দুই রাজ্য মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৫৫২ জন।

Advertisment

দুপুর ১ টা পর্যন্ত মেঘালয়ে ৪৪.৭৩% ভোট, নাগাল্যান্ডে ৫৭.০৬% ভোট পড়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ভোটগ্রহণ। নাগাল্যান্ডে ভোটারদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১ টা পর্যন্ত মেঘালয়ে ৪৪.৭৩% ভোট, নাগাল্যান্ডে ৫৭.০৬% ভোট পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে লিখেছেন, "মেঘালয়ে আজ গণতন্ত্রের উৎসব। আমি ভোটারদের কাছে আবেদন করব রাজ্যে দুর্নীতিমুক্ত সরকার নির্বাচন করতে। ক্লিন গভর্ন্যান্স নিশ্চিত করতে রেকর্ড সংখ্যায় ভোট দিন"।

মেঘালয় এবং নাগাল্যান্ডের ১১৮টি আসনের জন্য ৫৫০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের আজ রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগাল্যান্ডে নতুন সরকার নির্বাচনের জন্য কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটপর্ব মেঘালয় এবং নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের জন্য সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। কড়া নিরাপত্তার মধ্যে মানুষ আজ ভোট দিচ্ছেন। ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটপর্ব ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ২রা মার্চ, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। নাগাল্যান্ডে বিজেপি প্রার্থী কাজেতো কিনিমি আকুলুতো বিধানসভা আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগাল্যান্ড এবং মেঘালয়ের জনগণকে আজ 'রেকর্ড সংখ্যায়' ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তরুণ ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগের ওপর জোর দিয়ে এক ট্যুইট বার্তায় বলেন, "মেঘালয় এবং নাগাল্যান্ডের জনগণকে, বিশেষ করে তরুণ ভোটারদের আজ রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি"।

ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টায়। চলবে বিকেল ৪টে পর্যন্ত। ভোটগণনা হবে ২ রা মার্চ। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভার নির্বাচন আজ, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ৷ ভাগ্য নির্ধারণ হবে ৩৬৯ জন প্রার্থীর সকাল ৭ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে৷ ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে চলছে হাড্ডাহাডি লড়াই।

আজ সকাল ৭টা থেকে ৬০ সদস্যের মেঘালয় বিধানসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। ৩,৪১৯টি বুথে চলছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩২৩টি ভোটকেন্দ্রকে 'অতি উত্তেজনাপ্রবণ' বলে চিহ্নিত করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনর এফআর খারকংগর বলেন, ' অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে'।

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণও চলছে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) বিজেপির সঙ্গে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করছে। এনডিপিপি ৪০টি আসনে এবং বিজেপি ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিরোধী কংগ্রেস এবং নাগা পিপলস ফ্রন্ট ২৩টি এবং ২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৭টায় নাগাল্যান্ডে ভোটগ্রহণ শুরু হয়। ২,২৯১ টি ভোটকেন্দ্রের সবকটিতে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। নাগাল্যান্ডে ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, সকলের নজর রয়েছে ১৮৩ জন প্রার্থীর মধ্যে চার মহিলা প্রার্থীর দিকে। তাদের মধ্যে কেউ যদি নির্বাচনে জয়ী হন, তবে তারাই উত্তর-পূর্বের এই রাজ্যের প্রথম মহিলা বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করবেন।

মেঘালয়ে কনরাড সাংমার নেতৃত্বাধীন দল এনপিপি লড়াই করছে ৫৭টি আসনে। আর বিজেপি ৬০টি আসনে প্রার্থী দিয়েছে। ভিনসেন্ট পালার নেতৃত্বে কংগ্রেসও ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে। স্থানীয় ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিআই)আবার ৪৬টি আসনে প্রার্থী দিয়েছে। মুকুল সাংমার নেতৃত্বে এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। তাঁরাও ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে।

নাগাল্যান্ডে মোট বুথের সংখ্যা ২,৩১৫টি। মোট ভোটারের সংখ্যা প্রায় ১৩ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছয় লক্ষ ৫৫ হাজার ১৪৪। ভোট বিশেষজ্ঞদের মত, মহিলা ভোটই 'নাগাল্যান্ডের বিধানসভা' নির্বাচনে নির্ণায়ক হয়ে উঠতে চলেছে। সোমবার সকাল ৭টায় নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে মানুষের দীর্ঘ লাইন চোখে পড়েছে।

Meghalaya Election 2023 Nagaland
Advertisment