Advertisment

'সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই', তৃণমূলে যোগ দিয়ে বললেন সাংমা

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Meghalayas Ex Cm Mukul Sangma including 12 Cong Mla joins Tmc

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ কংগ্রেস বিধায়ক তৃণমূলে।

মেঘালয়ে জোর ধাক্কা কংগ্রেসে। উত্তর-পূর্বের এই রাজ্যে বড়সড় চমক দিল তৃণমূল। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ কংগ্রেস বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। 'গণতন্ত্রে সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই।' তৃণমূলে যোগ দিয়ে বললেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।

Advertisment

এবার মেঘালয়েও কংগ্রেসের ঘর ভাঙল তৃণমূল। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ কংগ্রেস বিধায়ক হাত ছেড়ে জোড়াফুলে যোগ দিলেন। মেঘালয়ে ক্ষমতায় রয়েছে এনডিএ জোট। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় এনডিএ জোটের বিধায়ক সংখ্যা ৪০। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের ১৭ বিধায়কের মধ্যে ১২ জনই ঘাসফুলে যোগ দেওয়ায় এই মুহূর্তে মেঘালয়ে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পেল তৃণমূল।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তাঁর সঙ্গেই এদিন জোড়াফুল শিবিরে নাম লিখিয়েছেন আরও ১২ কংগ্রেস বিধায়ক। এদিন তৃণমূলে যোগ দিয়ে মুকুল সাংমা বলেন, 'অনক চেষ্টা সত্ত্বেও আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। গণতন্ত্রে এবার সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই।'

আরও পড়ুন- আরও কমল সংক্রমণ, দেশে ৫৩৯ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস

উল্লেখ্য, উত্তর-পূর্বের এই রাজ্যে কংগ্রেসের ১৭ বিধায়কের মধ্যে ১২ জনই তৃণমূলে যোগ দেওয়ার ফলে প্রধান বিরোধী দলের স্বীকৃতি হারাল কংগ্রেস। এই মুহূর্তে মেঘালয়ে তৃণমূলই প্রধান বিরোধী দল। ইতিমধ্যেই ত্রিপুরার পাশাপাশি অসমেও সংগঠন পোক্ত করার কাজে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল।

এবার উত্তর-পূর্বে সেই তালিকায় নবতম সংযোজন মেঘালয়। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মেঘালয়ে কংগ্রেসের ঘর ভেঙে এবার বড়সড় চমক তৃণমূলের। মেঘালয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জোড়াফুল শিবিরকে যে বাড়তি মাইলেজ দেবে তা বলাই বাহুল্য।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

CONGRESS Former CM tmc
Advertisment