Advertisment

Milind Deora: ভারত জোড়ো ন্যায় যাত্রার আগেই বিরাট ধাক্কা, দল ছাড়লেন হেভিওয়েট কংগ্রেস নেতা

মাত্র একদিন আগেই কংগ্রেস ছাড়ার জল্পনাকে গুজব বলে দাবি করেছিলেন এই হেভিওয়েট নেতা। আজ সকালেই দল ছাড়লেন দুবারের সাংসদ মিলিন্দ দেওরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Milind Deora quits congress

প্রাক্তন লোকসভা সাংসদ মিলিন্দ দেওরা। (ছবি: X/@milinddeora)

ভারত জোড়ো ন্যায় যাত্রার আগে কংগ্রেসকে বড় ধাক্কা, দল ছাড়লেন তরুণ মুখ মিলিন্দ দেওরা। মাত্র একদিন আগেই কংগ্রেস ছাড়ার জল্পনাকে গুজব বলে দাবি করেছিলেন এই হেভিওয়েট নেতা। আজ সকালেই দল ছাড়লেন দুবারের সাংসদ মিলিন্দ দেওরা। তিনি সোশ্যাল মিডিয়া পোশটে লিখেছেন, 'আজ আমার রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। আমি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছি। কংগ্রেসের সঙ্গে আমার পরিবারের ৫৫ বছরের সম্পর্ক শেষ করছি। বছরের পর বছর ধরে আমাকে অটল ভাবে সমর্থন করার জন্য আমি সমস্ত নেতা, সহকর্মী এবং কর্মকারদের কাছে কৃতজ্ঞ।'

Advertisment

মিলিন্দ দেওরা কংগ্রেস ছাড়ার জল্পনা চলছিল। অবশেষে জল্পনা সত্যি করেই দল ছাড়লেন কংগ্রেসের এই তরুণ মুখ। দলের হেভিওয়েট নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে মিলিন্দ দেওরা লিখেছেন, 'আজ তিনি তাঁর রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। আমি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি, এবং কংগ্রেসের সঙ্গে আমার পরিবারের ৫৫ বছরের পুরনো সম্পর্কও শেষ করছি। এত বছর ধরে সমর্থন করার জন্য আমি সমস্ত নেতা, সহকর্মী এবং দলীয় কর্মীদের কাছে কৃতজ্ঞ'।

মিলিন্দ দেওরা একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে পারেন বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে শিবসেনার টিকিটে দক্ষিণ মুম্বই আসন থেকে দেওরা প্রতিদ্বন্দ্বিতা করার কথাও রয়েছে তাঁর। উল্লেখ্য, মিলিন্দ দেওরা কংগ্রেস ছাড়ার জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। যদিও তিনি এটাকে গুজব বলে কংগ্রেস ছাড়ার বিষয়টি অস্বীকার করেছেন। মিলিন্দ দেওরা স্বীকার করেছিলেন যে তিনি তার সমর্থকদের সাথে আলোচনা করছেন, তবে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। মিলিন্দ দেওরা দক্ষিণ মুম্বই লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে এবার জোটের অধীনে শিবসেনা (ইউবিটি) দক্ষিণ মুম্বই আসনে তাদের দাবি করছে। এমতাবস্থায় দেওরা আশঙ্কা করেছিলেন, তাঁর টিকিট বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন: < Bharat Nyay Yatra:নির্বাচনের আগেই রাহুলের বিরাট চমক, আজ মণিপুর থেকেই শুরু ‘ভারত ন্যায় যাত্রা’ >

দক্ষিণ মুম্বই আসনে আধিপত্য বিস্তার করেছে দেওরা পরিবার। যদিও গত দুটি সাধারণ নির্বাচনে শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত এই আসন থেকে জয়ী হয়েছেন। এই কারণেই এবারও শিবসেনা এই আসন দাবি করে। জোটের কারণে কংগ্রেসকে এই আসনটি ছেড়ে দিতে হতে পারে। এই পরিস্থিতিতে দেওরা কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রে, আসন ভাগাভাগি নিয়ে শিবসেনা (ইউবিটি), কংগ্রেস এবং এনসিপির মধ্যে এখনও আলোচনা চলছে। মিলিন্দ দেওরা প্রয়াত কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি দেওরার ছেলে। ২০০৪ এবং ২০০৯ সালে দক্ষিণ মুম্বই আসন থেকে জিতে সাংসদ হয়েছিলেন। ২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনে, মিলিন্দ দেওরাকে শিবসেনা প্রার্থীর বিরুদ্ধে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। মিলিন্দ দেওরাকে কংগ্রেসের তরুণ মুখদের মধ্যে অন্যতম বলেই গণ্য করা হয়। ২০১২ সালে কংগ্রেস সরকারে তিনি কেন্দ্রীয় নৌপরিবহন প্রতিমন্ত্রীও হন। এ ছাড়া সাংসদ থাকাকালীন তিনি প্রতিরক্ষা মন্ত্রক কমিটি এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন কমিটির সদস্যও ছিলেন।

CONGRESS
Advertisment