ভারত সরকার হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন তকমা দেওয়া কোন পরিকল্পনা করছে কিনা সে বিষয়ে সংসদের প্রশ্নের উত্তরে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। এমনকী হামাসকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসাবে তকমা দেওয়ার কোন কাগজে স্বাক্ষরও করেন নি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি একটি টুইট শেয়ার করে লিখেছেন, ‘আপনাদের কাছে ভুল তথ্য গিয়েছে। আমি এমন কোনও প্রশ্নের উত্তর লেখা কাগজে স্বাক্ষর করিনি।’ পোস্টটিতে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরকে ট্যাগ করা হয়েছে।
ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে হামাস সম্পর্কিত একটি নথি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভারত বলেছে যে হামাসকে সন্ত্রাসবাদী গোষ্ঠী ঘোষণা করা হবে। এমন পরিস্থিতিতে এই নথির সত্যতা জানিয়েছেন মন্ত্রী লেখি নিজেই। প্রতিবেদনে বলা হয়েছে, মীনাক্ষী লেখিকে যখন ইজরায়েলের দাবি অনুযায়ী ভারত হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করবে কিনা তা আলাদাভাবে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি উত্তর দেননি।
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় জানিয়েছেন যে ভারত ৭ অক্টোবর ইজরায়েলে জঙ্গি হামলা এবং চলমান হামাস-ইজরায়েল যুদ্ধে সাধারণ মানুষের প্রাণহানির তীব্র নিন্দা জানাচ্ছে। ভারত শুক্রবার বলেছে যে হামাস-ইসরায়েল সংঘাতের ফলে উদ্ভূত ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন এবং আলাপ-আলোচনার মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছে ভার
জয়শঙ্কর বলেছেন, "ভারতও G20, BRICS এবং ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের মতো বহুপাক্ষিক ফোরামে গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরেছে এবং পুনর্ব্যক্ত করেছে।"পাশাপাশি তিনি বলেন, "অপারেশন অজয়" এর অধীনে ইজরায়েল থেকে ৬টি বিশেষ বিমানে ১৩০৯ জন ভারতীয় নাগরিক দেশে ফিরে এসেছেন। আলাদাভাবে, ইজরায়েলের দাবি অনুযায়ী ভারত হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করবে কিনা জানতে চাইলে বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি সরাসরি কোনো উত্তর দেননি।
তিনি বলেন, "কোনও সংগঠনকে সন্ত্রাসবাদী ঘোষণা করা বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে এবং যে কোনো সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করাকে সংশ্লিষ্ট সরকারি বিভাগ আইনের বিধান অনুযায়ী বিবেচনা করে,"।কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি আজ সংসদে স্পষ্ট করেছেন যে তিনি হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করার বিষয়ে কোনও কাগজে স্বাক্ষর করেননি। সোশ্যাল মিডিয়ায় হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করার একটি কথিত ছবি ভাইরাল হওয়ার পরে কেন্দ্রীয় মন্ত্রীর এই প্রতিক্রিয়া এসেছে।
এই বিষয়ে, তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পিএমও ইন্ডিয়াকে ট্যাগ করে একটি টুইটও করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টের প্রতিক্রিয়ায় মীনাক্ষী লেখি বলেছেন, “আপনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তর সম্বলিত কোনো কাগজে আমি স্বাক্ষর করিনি"। উদ্ধব সেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, তাঁর দাবি অনুযায়ী যদি সত্যিই এটা ভুয়ো উত্তর হয়, তাহলে বলতেই হবে গুরুতর কোনও নিয়ম লঙ্ঘন হয়েছে। উনি এবিষয়ে ব্যাখ্যা দিলে কৃতজ্ঞ থাকব।’