মিঠুন কি এবার গেরুয়ায়? আরএসএস দফতরে ডিস্কো ডান্সারের উপস্থিতি ঘিরে জল্পনা

র নাগপুরে আরএসএসের সদর দফতরে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান মিঠুন। পাশাপাশি সংঘের প্রতিষ্ঠাতা হেডগেওয়ারের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপণও করেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ।

র নাগপুরে আরএসএসের সদর দফতরে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান মিঠুন। পাশাপাশি সংঘের প্রতিষ্ঠাতা হেডগেওয়ারের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপণও করেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Mithun Chakraborty, মিঠুন চক্রবর্তী, মিঠুনের খবর, আরএসএস, Mithun Chakraborty news, আরএসএসের সদর ধপতরে মিঠুন, Mithun Chakraborty latest news, mithun, rss

আরএসএস দফতরে মিঠুন চক্রবর্তী। ছবি: টুইটার।

সারদাকাণ্ডে নাম জড়ানোর পরই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। রাজনীতির ময়দান থেকে দীর্ঘদিন দূরে থাকার পর কি এবার গেরুয়াশিবিরের দিকে ঝুঁকছেন বলিউডের ডিস্কো ডান্সার? পঞ্চমীর দিন নাগপুরে আরএসএসের সদর দফতরে বলিউড সুপারস্টারের উপস্থিতি সেই প্রশ্নই উস্কে দিচ্ছে রাজনৈতিক মহলে।

Advertisment

গত বৃহস্পতিবার নাগপুরে আরএসএসের সদর দফতরে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান মিঠুন। পাশাপাশি সংঘের প্রতিষ্ঠাতা হেডগেওয়ারের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপণও করেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ।

আরও পড়ুন: এনআরসি নিয়ে সমস্যা নেই হাসিনার

Advertisment

আরও পড়ুন: মনমোহন সিং আমাদের অনুষ্ঠানে আসছেন, পাকিস্তানের নয়: অমরিন্দর সিং

উল্লেখ্য, সারদা কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় মিঠুন চক্রবর্তীর। এরপরই নিজেকে গুটিয়ে ফেলেন অভিনেতা। সারদার টাকাও ফেরত দেন মিঠুন চক্রবর্তী। এরপর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে মিঠুনের। ২০১৬ সালে রাজ্যসভার সাংসদ থেকে ইস্তফা দেন তিনি। তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতার আগে সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীরও ঘনিষ্ঠ ছিলেন মিঠুন। উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় যেভাবে অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি, সেই আবহে আচমকা আরএসএসের সদর দফতরে মিঠুনের উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

RSS