scorecardresearch

প্রার্থী অগ্নির গ্যারান্টার ‘মহাগুরু’, বোনকে জেতাতে বার্তা মিঠুনের, ‘জলঢোঁড়া’ কটাক্ষ কুণালের

একুশের বিধানসভা ভোটের পর ফের রাজ্য রাজনীতির ময়দানে সক্রিয় ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।

mithun chakrabortys video campaign for asansol bjp candidate agnimitra pal
মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রাপাল, কুণাল ঘোষ

একুশের বিধানসভা ভোটের পর ফের রাজ্য রাজনীতির ময়দানে সক্রিয় ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। দুয়ারে আসানসোল লোকসভার পুননির্বাচন। আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে জেতানোর আবেদন জানালেন মিঠুন। তবে, কোলিয়ারি শহরে স্বশরীরে নয়, তাঁর আর্জি ভিডিও বার্তায়। বললেন, ‘দাদাকে ভালোবেসেছেন। দাদার কথাও শুনেছেন। আমি কথার খেলাপ করিনা। আমাকে এতটুকু ভালোবেসে থাকলে আমার কথা শুনুন, অগ্নিকে জেতান। একবার জিতেয়ে দেখুন ও আপনাদের জন্য কিনা করে।’

ভিডিও বার্তায় নিজের বোন বলে আসানসোল দক্ষিণের পদ্ম বিধায়ককে সম্বোধন করেন মিঠুন চক্রবর্তী। ৪ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও-তে ‘মহাগুরু’ জানিয়েছেন যে, আসানসোল লোকসভার বিজেপি প্রার্থীকে জেতালে তিনি কাজ করবেনই। যার গ্যারান্টার তিনি নিজে নিজে। মিঠুনের কথায়, ‘আপনাদের কাছে অনুরোধ, ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিন। অগ্নিমিত্রাকে জয়ী করুন। একবার দেখুন না চেষ্টা করে। এত বছর তো চলে গেল, পাঁচ বছর চেষ্টা করুন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের পাশে অবশ্যই দাঁড়াবে।’

তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানির অভিযোগে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। সরাসরি সেই প্রসঙ্গ না তুললেও এদিন মিঠুন বলেছেন যে, ‘আগ্নি ভালো পরিবার থেকে এসেছে। ওর আর কী চাই। ওরতো পয়সার দরকার নেই। ও শুধু মানুষের কাজ করতে চায়। তাই ওকে ভোট দিন।’

এরপরই মিঠুনকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, ‘লোকে দেখে শেখে, ঠেকে শেখে। কিন্তু মিঠুনদা তো দেখেও শিখছেন না, ঠেকেও শিখছেন না। মিঠুনদার রাজনৈতিক ভূমিকাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। আপনাকে সাংসদ করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। তারপরে এই রাজনীতিতে দেখা গেল, আপনি জলঢোঁড়া সাপ। আপনাকে তো ভোটের ফলের পরে আর দেখা গেল না। আপনি এখন উধাও বিজেপি। কেন নিজের সম্মান নষ্ট করছেন?’ কুণালের সংযোজন, ‘আসলে আপনাকে চাপ দিয়ে এসব করাচ্ছে। কিন্তু দশচক্রে ভগবান ভূত হয়ে যাবেন না।’

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Mithun chakrabortys video campaign for asansol bjp candidate agnimitra pal