Advertisment

ধনকড়কে বিঁধে মমতার পাশে স্ট্যালিন, পাল্টা জবাব রাজ্যপালের

শনিবারই সংবিধানের ১৭৪ এর ২/এ ধারা প্রয়োগ করে বিধানসভার অধিবেশন স্থগিত করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

author-image
IE Bangla Web Desk
New Update
MK Stalin, Dhankar in war of words, West Bengal Guv says Tamil Nadu CM’s remark harsh, not fact based

মমতার পাশে স্ট্যালিন।

বিধানসভার অধিবেশন স্থগিত ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রাজ্যের সাংবিধানিক প্রধানের এমন পদক্ষেপ কাঙ্খিত ছিল না বলে টুইটে মন্তব্য করেছেন স্ট্যালিন। তাঁর পদমর্যাদার এক ব্যক্তির থেকে এই আচরণ আশা করা যায় না বলেও ধনকড়ের সমালোচনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। পাল্টা স্ট্যালিনকে জবাব দিতেও দেরি করেননি রাজ্যপাল। স্ট্যালিনকে দেওয়া জবাবি টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেছেন জগদীপ ধনকড়। যদিও মুখ্যমন্ত্রী আগেই তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছেন রাজ্যপালকে।

Advertisment

উল্লেখ্য, শনিবারই বিধানসভার অধিবেশন স্থগিত করার সিদ্ধান্ত নেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে সেকথা ঘোষণা করেন ধনকড়। সংবিধানের ১৭৪ এর ২/এ ধারা প্রয়োগ করে বিধানসভার অধিবেশন তিনি স্থগিত করেছেন বলে জানান। শনিবার থেকেই তাঁর সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও জানিয়ে দেন ধনকড়। রাজ্যপালের নজরিবিহীন এই পদক্ষেপের জেরে তাঁর তুমুল সমালোচনায় সরব শাসকদল তৃণমূল। রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা তৈরি করতে চাইছেন রাজ্যপান, এমনই অভিযোগ শাসকদলের।

এদিকে, বিভিন্ন মহলে পশ্চিমবঙ্গের রাজ্যপালের এহেন পদক্ষেপ নিয়ে জোর চর্চা চলছে। এবার বিধানসভার অধিবেশন স্থগিত করা নিয়ে জগদীপ ধনকড়ের সমালোচনায় সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের পাশে দাঁড়িয়ে টুইটে এমকে স্ট্যলিন লিখেছেন, ''পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন স্থগিতের ঘোষণা যেভাবে রাজ্যপাল করলেন, তা তাঁর মতো সাংবিধানিক পদমর্যাদার ব্যক্তির থেকে আশা করা যায় না। এই পদক্ষেপ প্রতিষ্ঠিত নিয়মের বিরোধী।''

টুইটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ''রাষ্ট্রপ্রধানকে সংবিধান সুসংহত রাখার রোল মডেল হতে হবে। একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের মধ্যেই গণতন্ত্রের সৌন্দর্য নিহিত রয়েছে।''

আরও পড়ুন- ‘ওটা পার্টি নয়, প্রপার্টি’, তৃণমূলকে বেনজির আক্রমণ দিলীপের

স্ট্যালিনের এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন জগদীপ ধনকড়ও। টুইটে ধনকড় লিখেছেন, ''তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের অত্যন্ত বেদনাদায়ক পর্যবেক্ষণগুলি সত্য-সংযুক্ত আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনুরোধের জেরেই বিধানসভা অধিবেশন স্থগিত করা হয়েছিল।'' টুইটে স্ট্যালিনের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

Read story in English

Mamata Banerjee Jagdeep Dhankhar West Bengal MK Stalin
Advertisment