Advertisment

হিন্দুধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য উদয়নিধির, ছেলের নামে মিথ্যে রটাচ্ছে বিজেপি, সাফাই স্ট্যালিনের

উত্তরপ্রদেশে উদয়নিধির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Stalin and Udhayanidhi

এমকে স্ট্যালিন ও উদয়নিধি স্ট্যালিন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বৃহস্পতিবার তাঁর ছেলে উদয়নিধি স্ট্যালিনের হয়ে সওয়াল করেছেন। স্ট্যালিন বলেছেন যে, উদয়নিধি সনাতন ধর্মের বৈষম্যমূলক নীতি সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি কোনও ধর্ম বা বিশ্বাসকে ইচ্ছা করে আঘাত করতে চাননি। বিজেপিপন্থী শক্তিরা, তামিলনাড়ু সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে 'একটি মিথ্যা রটনা' রটিয়েছে বলেই অভিযোগ করেছেন স্ট্যালিন।

Advertisment

স্ট্যালিন এক বিবৃতিতে বলেছেন যে, 'তিনি (উদয়নিধি) সনাতন নীতির বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন যা তফসিলি জাতি, উপজাতি এবং মহিলাদের প্রতি বৈষম্য করে থাকে। তিনি কোনও ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে ইচ্ছা করে আঘাত করেননি। বিজেপিপন্থী বাহিনী নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে তাঁর অবস্থানকে সহ্য করতে অক্ষম। সেই কারণে এই মিথ্যা রটনা ছড়িয়ে দিয়েছে।'

স্ট্যালিনের অভিযোগ, বিজেপিপন্থীরা রটিয়েছেন যে, 'উদয়নিধি সনাতন চিন্তাধারার লোকেদের গণহত্যা করার আহ্বান জানিয়েছেন।' স্ট্যালিনের আরও অভিযোগ, 'বিজেপি দ্বারা লালিত সোশ্যাল মিডিয়া উত্তর ভারতের রাজ্যগুলোতে এই মিথ্যাকে ব্যাপকভাবে প্রচার করেছে। যাইহোক, মাননীয় মন্ত্রী উদয়নিধি কখনও তামিল বা ইংরেজিতে গণহত্যা শব্দটি ব্যবহার করেননি। তবুও, এমন দাবি করে মিথ্যা ছড়ানো হয়েছে।'

বিজেপির আইটি বিভাগের প্রধান অমিত মালব্য এক্স (পূর্বে টুইটার) বার্তায় বলেছেন যে, উদয়নিধি 'সনাতন ধর্মকে নির্মূল করা উচিত' বলেছেন। সনাতন ধর্মের অনুসরণকারী ৮০ শতাংশ জনগণকে 'গণহত্যা' করার আহ্বান জানিয়েছেন। স্ট্যালিন বলেছেন, এটি অত্যন্ত হতাশাজনক যে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রী পরিষদের বৈঠকে বলেছিলেন যে উদয়নিধির মন্তব্যের যথাযথ প্রতিক্রিয়া দরকার। এই ব্যাপারে স্ট্যালিন বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে কোনও দাবি বা প্রতিবেদন যাচাই করার সমস্ত ব্যবস্থা আছে। তাহলে, প্রধানমন্ত্রী কি উদয়নিধিকে নিয়ে ছড়ানো মিথ্যার বিষয়ে না-জেনেই একথা বলছেন? নাকি তিনি জেনেশুনেই সব বলেছেন?'

শনিবার এক অনুষ্ঠানে উদয়নিধি সনাতন ধর্মকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেন, 'সনাতন ধর্মের শুধু বিরোধিতা করলেই চলবে না, তাকে নির্মূল করা উচিত।' তাঁর এই মন্তব্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিজেপি তাঁর মন্তব্যের নিন্দা করার জন্য কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করেছিল। কিন্তু, ডিএমকে নেতাকে সমর্থন করে, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে বলেছেন, যে ধর্ম মানুষের মর্যাদা নিশ্চিত করে না, তা একটি রোগের মতো।

আরও পড়ুন- মন্তব্য বিকৃত করার ভয়ঙ্কর অভিযোগ, FIR দায়ের বিজেপি নেতা অমিত মালব্য’র বিরুদ্ধে

উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই উদয়নিধি এবং প্রিয়াঙ্ক- উভয়ের বিরুদ্ধেই সনাতন ধর্মের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা করেছে। উদয়নিধিও বিজেপির বিরুদ্ধে তার কথাকে 'বিকৃত' করার এবং তাঁর বিবৃতিগুলোকে দেশের সমস্যা থেকে মনোযোগ সরানোর কৌশল হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছেন। তামিলনাড়ুর এই নেতা বলেছেন যে তিনি আইনগতভাবে তাঁর মন্তব্যের জন্য সম্পর্কিত সমস্ত মামলার মুখোমুখি হবেন।

bjp MK Stalin DMK
Advertisment