আন্ধেরি পূর্ব বিধানসভা নির্বাচন ইস্যুতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশকে চিঠি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। চিঠিতে এই উপনির্বাচনে বিজেপিকে প্রতিদ্বন্দ্বিতা না-করার আহ্বান জানিয়েছেন রাজ। ফড়ণবিশকে লেখা রাজের এই চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
চিঠিতে রাজ লিখেছেন, প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জানাতে নবনির্মাণ সেনাও এই উপনির্বাচনে প্রার্থী না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ নভেম্বর আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বিধায়ক রমেশ লাটকের মৃত্যুতে এখানে উপনির্বাচন হচ্ছে।
সেই প্রসঙ্গ উল্লেখ করে ফড়ণবিশকে চিঠিতে রাজ লিখেছেন, 'প্রয়াত বিধায়কের স্ত্রী রুতুজা ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন। মৃতের প্রতি শ্রদ্ধা জানাতেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তাই এই উপনির্বাচনে প্রার্থী না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি আন্তরিকভাবে আপনাকে এই উপনির্বাচনে অংশ না-নেওয়ার এবং রুতুজা লাটকের বিরুদ্ধে কোনও প্রার্থী না-দেওয়ার অনুরোধ করব। আমি নিজে রাজনৈতিক দুনিয়ায় রমেশ লাটকের যাত্রার সাক্ষী।'
রুতুজা লাটকে যাতে বিধায়ক হতে পারেন, তা নিশ্চিত করতেও দেবেন্দ্র ফড়ণবিশকে চিঠিতে অনুরোধ করেছেন রাজ। তিনি লিখেছেন, 'মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে ব্যাপারটা তাহলে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ হবে।' রাজের এই চিঠি সম্পর্কে মুখ খুলেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশও।
তিনি বলেছেন, 'আমি চিঠি পেয়েছি। অত্যন্ত ভালো মানসিকতা থেকে তিনি এই চিঠি দিয়েছেন। তবে, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ, আমরা ইতিমধ্যেই মনোনয়নপত্র পেশ করেছি। আর ঘোষণাও ঊর্ধ্বতন নেতারা করেছেন। আমাকে শরিক বালাসাহেবাঞ্চি শিবসেনার সঙ্গেও কথা বলতে হবে। তারপরই আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারব।'
ফড়ণবিশ জানিয়েছেন, বিজেপি নেতা আশিস শেলার রাজ ঠাকরের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। বৈঠকে তিনি রাজ ঠাকরেকে অনুরোধ করেছেন যাতে তিনি বিজেপি প্রার্থীকে সমর্থন করেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, 'বৈঠকে শেলারকেও রাজ অনুরোধ করেছেন যাতে বিজেপি এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না-করে। এবার তিনি সেইমতো আমাকে চিঠিও লিখেছেন।'
আরও পড়ুন- ভোটার তালিকায় নথিভুক্তির নয়া নির্দেশ জম্মুতে, জনবিন্যাস বদলানোর চেষ্টা, অভিযোগ স্থানীয় দলগুলোর
সূত্রের খবর, শিবসেনার মুখপাত্র তথা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত বলেছেন, 'আমি রাজ ঠাকরের আবেদনকে স্বাগত জানাচ্ছি। কিন্তু, এটা এখন অনেক দেরি হয়ে গিয়েছে। মনোনয়ন জমা দেওয়া হয়ে গিয়েছে। আর, বিজেপির জন্য আমরা এখন নির্বাচনের মুখে দাঁড়িয়ে আছি। বিজেপি অতীতেও কোনও বিধায়ক মারা গেলে, সেখানে প্রার্থী দিয়েছে।'
কংগ্রেস এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি অবশ্য ইতিমধ্যেই রুতুজাকে সমর্থন করার কথা জানিয়েছে। উদ্ধবের সরকার পতনের পর এই প্রথম নির্বাচনের মুখে মহারাষ্ট্র। রুতুজাকে প্রার্থী করেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। বিজেপি এই কেন্দ্রে দাঁড় করিয়েছে মুরজি প্যাটেলকে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক মাসে মহারাষ্ট্রের রাজনীতি কোন পথে হাঁটতে চলেছে, তা এই উপনির্বাচনই স্পষ্ট করে দেবে।
নির্বাচনের দিন আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলাশাসক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভোটের দিনটি পড়েছে শনিবার। ওই দিন রাজ্য, কেন্দ্রীয়, আধাসরকারি-সহ সব অফিসই ছুটি থাকবে।
Read full story in English