Advertisment

PM Modi Speech: ২১ জুন থেকে ১৮ ঊর্ধ্বদের ফ্রি টিকা: প্রধানমন্ত্রী

PM Modi Speech Highlights: 'আধুনিক বিশ্বে এমন মহামারি কেউ দেখেনি'

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi, Ram Mandir, Ayodhya

প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন সেই রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রীও

  • PM Narendra Modi Speech: সোমবার করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। গত এক বছরে করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করেছে কেন্দ্র এদিন তুলে ধরে তিনি। এদিন তাঁর সবচেয়ে বড় ঘোষণা ছিল টিকাকরণ নিয়ে। ২১ জুন থেকে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ। এদিন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আর কী কী বললেন প্রধানমন্ত্রী?
Advertisment
  • করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াই, গত ১০০ বছরে সবচেয়ে বড় লড়াই
  • আধুনিক বিশ্বে এমন মহামারি কেউ দেখেনি
  • আমরা হারিয়েছি বহু মানুষকে, পরিবারগুলোর পাশে আছে দেশ
  • দ্বিতীয় ঢেউইয়ে অক্সিজেন চাহিদা বেড়ে গিয়েছিল
  • টিকাকরণ সম্পূর্ণ করতে মিশন ইন্দ্রধনুশ শুরু করেছি
  • এই প্রকল্পে জরুরি ভিত্তিতে টিকাকরণ হচ্ছে
  • দেশে স্বাস্থ্য পরিকাঠামো বহুগুন বাড়ানো হয়েছে
  • দেশে অক্সিজেন উৎপাদন বাড়ানো হয়েছে\
  • বিদেশ থেকে প্রচুর ওষুধ আমদানি করা হয়েছে
  • জরুরিভিত্তিতে টিকাকরণ চলছে
  • এক বছরের মধ্যে ভারত দুটি ভ্যাকসিন তৈরি করেছে
  • ২৩ কোটির বেশি টিকাকরণ হয়েছে
  • করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন রক্ষাকবচ
  • আরও তিনটি ভ্যাকসিন নিয়ে দেশে গবেষণা চলছে
  • ন্যাজাল টিকা নিয়ে ট্রায়াল চলছে, ৭টি সংস্থা ভ্যাকসিন উৎপাদন করছে
  • শিশুদের টিকাকরণে ট্রায়াল শুরু হয়েছে  
  • গাইডলাইন তৈরি করে রাজ্যগুলোকে দিয়েছে কেন্দ্র
  • যাতে রাজ্যগুলো পদক্ষেপ করতে পারে
  • দেশ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে
  • ভ্যাকসিন কিনে দেবে কেন্দ্র, টিকার জন্য রাজ্যগুলোকে খরচ করতে হবে না
  • ডোজ প্রতি সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ
  • ভ্যাকসিনের ২৫% পাবে বেসরকারি হাসপাতালগুলো
  • ২১ জুন থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকা
  • টিকাকরণে অনেক দেশের থেকে এগিয়ে ভারত
  • কালীপুজো পর্যন্ত ফ্রি রেশন

এদিকে ফ্রি ভ্যাকসিন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের মত, ‘এতে প্রত্যন্ত এলাকা অবধি টিকাকরণ সম্ভব হবে। আয়ত্বের মধ্যে থাকবে টিকাদানের খরচ।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

modi Corona India Second Wave of Corona PM Speech
Advertisment