Advertisment

PM Modi On Yunus: 'হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুন', বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা, গর্জে উঠলেন মোদী

মোদী মহম্মদ ইউনূসকে " হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা " সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi, Muhammad Yunus, Bangladesh's interin government, Narendra Modi, MEA spokesperson, Randhir Jaiswal, india bangladesh ties, india bangladesh relations, bangladesh latest news

মোদী মহম্মদ ইউনূসকে " হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা " সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

PM Modi On Yunus: বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেল জয়ী মহম্মদ ইউনূস। শপথ নেওয়ার মাত্র তিন দিন আগে ৫ আগস্ট হিংসাত্মক বিক্ষোভের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। রাষ্ট্রপতি ভবন 'বঙ্গভবনে' আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি মোদী তাঁকে" হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা " সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Advertisment

এক্স-এ একটি পোস্টে মোদী লিখেছেন, "মুহম্মদ ইউনূসকে তাঁর নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় বাংলাদেশ দ্রুত ফিরে আসবে এই আশা করি"। পাশাপাশি মোদী বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয়দেশের জনগণের আশা আকাঙ্খা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন - < Sheikh Hasina: বিঘ্নিত হতে পারে আন্তর্জাতিক নিরাপত্তা, বাংলাদেশ সংকটে কড়া নজর ভারতের >

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁকে স্বাগত জানান। ইউনূস হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, তাঁর কাজ হল আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। আগের দিন, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, “বাংলাদেশে লাগাতার আক্রমণ এবং সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বিবৃতি দিয়েছেন। সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারেও আমরা উদ্বিগ্ন। ভারত সব সময় পরিস্থিতি্র উপর নিবিড় নজর রাখছে"।

Bangladesh modi
Advertisment