Advertisment

'নিশানা শুধু পাকিস্তানকেই, চিনে চুপ মোদী', কটাক্ষ ওয়েইসির

'এখন চায়ের চিনিতেও চিন ভূত দেখেন মোদীজি।'

author-image
IE Bangla Web Desk
New Update
Modi first to comment on Pakistan but afraid to say anything against China Asaduddin Owaisi

মোদী, ওয়েইসি

দাম বাড়ছে জ্বালানির। অন্যদিকে, অরুণাচল সীমান্তের মধ্যে ঢুকে পড়েছে লাল-ফৌজ। যদিও এই দুই বিষয়ই নীরব মোদী সরকার। যা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। বললেন, 'এখন চায়ের চিনিতেও চিন ভূত দেখেন মোদীজি।'

Advertisment

এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে চিনের আগ্রাসনের প্রসঙ্গ উত্থাপন করেন হায়দ্রাবাদের সাংসদ। বলেন, 'পাকিস্তানের পুলওয়ামায় হামলার পর প্রধানমন্ত্রী বলেছিলেন সেদেশে ঢুকে গিয়ে জবাব দেবেন। চিন এখন অরুণাচলপ্রদেশ, এমনকী উত্তরাখণ্ডেও প্রবেশ করেছে। কিন্তু কোনও পদক্ষেপই দেখা যাচ্ছে না। আসল চিনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতেই ভয় পান প্রধানমন্ত্রী।'

এরপরই তাঁর কটাক্ষ, 'চিনির মধ্যেও চিন ভূত দেখছেন মোদী। তাই এখন চায়ে চিনি দিতেও ভয় পান প্রধানমন্ত্রী।'

২৪ অক্টোবর টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। সেই ম্যাচ খেলার অনুমতি দিয়েছে কেন্দ্র। যা নিয়েই আপত্তি মিম প্রধানের। তিনি বলেছেন, 'কাশ্মীরে মানুষের প্রাণ নিয়ে টি-২০ খেলছে পাকিস্তান, আর আমরা সেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবো।'

দিন কয়েক আগেই উপত্যকায় কয়েকজন পরিযায়ী শ্রমিক খুন হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কেন নিষ্ক্রিয় তা নিয়েও সরব ওয়েইসি। বলেন, 'সীমান্তের ওপার থেকে অস্ত্র, সন্ত্রাসবাদীদের আমদানি হচ্ছে। কিন্তু, আমরা কিছুই করছি না।' ৩৭০ ধারা বিলোপ, কেন্দ্র শাসিত অঞ্চলে কাশ্মীরকে পরিণত করেও কোনও লাভহয়নি বলে দাবি এই সাংসদের।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

modi Asaduddin Owaisi AIMIM Owais
Advertisment