PM Modi Gets 21 Countries Hightest Honor: মরিশাস সফরে গিয়ে বিশেষ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ পুরস্কার, 'গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান'-এ সম্মানিত করার ঘোষণা সেদেশের সরকারের। প্রধানমন্ত্রী মোদীই প্রথম ভারতীয় যিনি এই অনন্য সম্মানে ভূষিত হয়েছেন।
এখন পর্যন্ত ২১টি দেশ প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কোন কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে?
মরিশাস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মরিশাসের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ পুরস্কার, গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান-এ সম্মানিত করার ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী মোদীই প্রথম ভারতীয় হিসাবে এই অনন্য সম্মানে সম্মানিত হলেন।
মরিশাসের সর্বোচ্চ সম্মান পেয়ে সেদেশের জনগণ এবং সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘আমি বিনীতভাবে এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। এই সম্মান ভারত ও মরিশাসের মধ্যে ঐতিহাসিক বন্ধনের এক অনন্য প্রতীক।’
এখন পর্যন্ত ২১টি দেশ প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে, চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা
২০১৬ - সৌদি আরবের সর্বোচ্চ সম্মান। বাদশাহ আব্দুল আজিজ স্যাশ সম্মানে ভূষিত হন মোদী।
২০১৬ - আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান "আমির আমানুল্লাহ খান পুরস্কার"-এ সম্মানিত হন মোদী।
২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদী 'গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্তাইন' সম্মানে সম্মানিত হন।
২০১৯ - সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক সম্মান "অর্ডার অফ জায়েদ" -এ সম্মানিত হন মোদী।
২০১৯ – রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান, 'অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য এপোস্টল'-এ সম্মানিত হন প্রধানমন্ত্রী।
২০১৯ - মালদ্বীপের সর্বোচ্চ অসামরিক সম্মান 'রুল অব নিশান ইজ্জুদ্দিন' -এ সম্মানিত হন নমো।
২০১৯ - বাহরাইনের সর্বোচ্চ সম্মান "দ্য কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ"-প্রদান করা হয় প্রধানমন্ত্রী মোদীকে।
২০২০ - আমেরিকার সর্বোচ্চ বিদেশি নাগরিক সম্মান লিজিয়ন অফ মেরিট -এ সম্মানিত হন প্রধানমন্ত্রী।
২০২১ - ভুটানের সর্বোচ্চ অসামরিক সম্মান "অর্ডার অফ ড্রুক গ্যালপো" সম্মানে ভূষিত হন প্রধানমন্ত্রী
২০২৩- ফিজির সর্বোচ্চ সম্মান, “কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি-তে সম্মানিত হন মোদী।
২০২৩ - পাপুয়া নিউ গিনির সর্বোচ্চ সম্মান conferred the Companion of the order of Logohu- সম্মানে সম্মানিত হন প্রধানমন্ত্রী মোদী।
২০২৩ - পালাউয়ের সর্বোচ্চ সম্মান Ebakl Award of Palau-এ সম্মানিত হন।
২০২৩ - মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, 'অর্ডার অফ দ্য নাইল' সম্মানে ভূষিত হন প্রধানমন্ত্রী মোদী।
২০২৩ - ফ্রান্সের সর্বোচ্চ সম্মান 'নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার'-এ মোদীকে সম্মান জানান সেদেশের সরকার।
২০২৩ - গ্রিসের সর্বোচ্চ সম্মান, 'দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার'-এ মোদীকে সম্মানিত করেন গ্রিসের প্রেসিডেন্ট।
২০২৪ - নাইজেরিয়ার জাতীয় পুরস্কার, গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজার"-এ সম্মানিত হন মোদী।
২০২৪ - গায়ানার সর্বোচ্চ জাতীয় পুরস্কার দ্য অর্ডার অফ এক্সেলেন্সে ভূষিত হন মোদী।
২০২৪ - ডোমিনিকার সর্বোচ্চ জাতীয় পুরষ্কার 'ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার'-এ সম্মানিত হন প্রধানমন্ত্রী মোদী।
২০২৪ - বার্বাডোসের সর্বোচ্চ সম্মান 'অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস' -এ ভূষিত হন প্রধানমন্ত্রী।
২০২৪ - মোদীকে কুয়েতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, অর্ডার অফ মুবারক আল কাবীর প্রদান করা হয়।
২০২৫ - মরিশাসের সর্বোচ্চ সম্মান, গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার এবং কী অফ দ্য ইন্ডিয়ান ওশান-এ সম্মানিত করা হয়।