Advertisment

মোদী বিরোধী পোস্টার কাণ্ডে সরগরম দিল্লির রাজনীতি, প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় তুলে কী বলল আপ?

পুলিশ জানিয়েছে, বেশিরভাগ মামলা প্রিভেনশন অফ ডিফেসমেন্ট অফ পাবলিক প্রপার্টি অ্যাক্ট এবং প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্টের অধীনে দায়ের করা হয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
Modi, pm modi, anti modi posters, anti modi posters delhi, arvind kejriwal, aap bjp, aap govt, delhi news, indian express" />

মোদী বিরোধী পোস্টার কাণ্ডে সরগরম দিল্লির রাজনীতি, প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় তুলে কী বলল আপ?

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে 'আপত্তিকর' পোস্টার, দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ‘পোস্টার ওয়ার’, ১০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লি জুড়ে মোদীর বিরুদ্ধে ‘পোস্টার যুদ্ধ’। পুলিশ সূত্রের খবর রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়েছে। দিল্লি পুলিশ অভিযানে নেমে প্রায় ২ হাজারের বেশি পোস্টার সরিয়ে দিয়েছে।

Advertisment

এর পাশাপাশি পুলিশ ৪৪ টিরও বেশি পৃথক এফআইআর দায়ের করেছে এবং ঘটনার জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা উত্তর) দীপেন্দ্র পাঠকের বলেছেন, মঙ্গলবার পুলিশ পোস্টার ভর্তি একটি ভ্যানকে আটক করেছে। তদন্তে দেখা গেছে যে এই পোস্টারগুলি আম আদমি পার্টি অফিস থেকে আনা হয়েছে। গাড়িতে বসা একজনকে আটক করেছে পুলিশ। তিনি জানান যে গ্রেফতার হওয়া ওই ব্যক্তি স্বীকার করেছেন গাড়ির মালিক তাকে আম আদমি পার্টি অফিসে পোস্টারগুলি পৌঁছে দিতে বলেছিলেন।

মামলার তদন্তে নেমে আরও দুজনকে আটক করেছে পুলিশ। যদিও আম আদমি পার্টির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি। তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রাজধানী জুড়ে প্রায় ৫০ হাজার এই ধরনের পোস্টার সাঁটানোর কথা ছিল। এ জন্য দুটি ছাপাখানাকে পোস্টারগুলি ছাপানোর অর্ডার দেওয়া হয়। একই সঙ্গে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরে পোস্টার সাঁটাতে বিপুল সংখ্যক লোক নিয়োগ করা হয়।

যে সকল মামলা দায়ের করা হয়েছে সেগুলির বেশিরভাগই প্রিভেনশন অব ডিফেসমেন্ট অব প্রপার্টি অ্যাক্টের অধীনে দায়ের করা হয়েছে। এর মধ্যে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব বুক অ্যাক্টের ধারাও আরোপ করা হয়েছে। পুলিশ তিন জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও, ডিসিপি পশ্চিম ঘনশ্যাম বনসাল বলেছেন যে তার এলাকায় একজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

দু’বছর আগেও এমন একটি ঘটনা সামনে এসেছিল।  ওই সময় পুলিশ ৩০ জনকে গ্রেফতারের পাশাপাশি ২৫টি মামলা দায়ের করে। সেই সময় কোভিড ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে পোস্টার ছাপা হয়েছিল।

মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে পোস্টারে লেখা ছিল, ‘মোদি হটাও-দেশ বাঁচাও'। দিল্লি পুলিশের স্পেশাল সিপি দীপেন্দ্র পাঠক জানিয়েছেন, পুরো শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্টার লাগানো হয়েছে, যার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।  বিশেষ সিপি দীপেন্দ্র পাঠক সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, দুটি প্রিন্টিং প্রেস ফার্মকে ৫০ হাজার পোস্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল এবং কোম্পানির সঙ্গে যুক্ত কর্মচারীরা রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় পোস্টার লাগায়। পোস্টারে ছাপাখানার নাম প্রকাশ না করায় মালিকদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে পোস্টার ঘিরে সরগরম দিল্লির রাজনীতি। পোস্টার কাণ্ডে এফআইআরের জেরে মুখ খুলেছে আপ। আপের তরফে এক টুইট বার্তায় লেখা হয়েছে “মোদী সরকারের স্বৈরতন্ত্র চরমে। এই পোস্টার নিয়ে এত আপত্তিকর কী আছে যে মোদীজি এটি লাগানোর জন্য ১০০ টি এফআইআর দায়ের করেছেন? প্রধানমন্ত্রী মোদী, মনে হচ্ছে আপনি জানেন না যে ভারত একটি গণতান্ত্রিক দেশ। একটা পোস্টার নিয়ে এত ভয় কেন?”

পুলিশ জানিয়েছে, বেশিরভাগ মামলা প্রিভেনশন অফ ডিফেসমেন্ট অফ পাবলিক প্রপার্টি অ্যাক্ট এবং প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্টের অধীনে দায়ের করা হয়েছে।

AAP modi
Advertisment