এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চ। জোরকদমে প্রচার চলছে সব রাজনৈতিক দলের। কিন্তু ভোট কবে? বঙ্গবাসীর এই কৌতুহলের নিরসরণ করলেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার আসামে গিয়ে মোদীর ইঙ্গিত, মার্চের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ, আসাম সহ তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ভোটের নির্ঘন্ট ঘোষণা হতে পারে।
ভোটের দিন ঘোষণার আগে পশ্চিমবঙ্গ, আসাম কেরালা, তামিলনাড়ু, পুদুচেরিতে যত বেশিবার সম্ভব তিনি যাবেন বলে এদিনের সভায় জানান নমো। তারপরই ভোটের নির্ঘন্ট প্রকাশের ইঙ্গিত দেন। প্রধানমন্ত্রী বলেছেন, 'আমি জানি, আপনারা সকলে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। গতবার যেহেতু বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল ৪ মার্চ। মনে হচ্ছে, এবারও মার্চের প্রথম সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। আমাদের ধারণা, ৭ মার্চ ঘোষণা করা হতে পারে।'
বাংলায় রাজনৈতিক হিংসার অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। কাঠগড়ায় তোলা হয়েছে শাসক দল তৃণমূলকে। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে বিরোধী শিবির। এই প্রেক্ষাপটে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে প্রশানের আধিকারিকদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, তেমনই শুনেছেন সব রাজনৈতিক দলের কথা। তারপরই বেনজরির পদক্ষেপ করতে দেখা গিয়েছে নির্বাচন কমিশনকে। ভোট ঘোষণার আগেই এই প্রথম বাংলায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। ১২ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় রুট মার্চ শুরু করেছে। যার বিরুদ্ধে সরব তৃণমূল। এবার এ রাজ্যে হিংসা-মুক্ত ভোট করতে তারা যে তৎপর ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তা বুঝিয়ে দিয়েছে কমিশন।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন