Advertisment

LOKSABHA ELECTION 2024: 'দেশের ১৪০ কোটি মানুষ আমার পরিবার', ২০৪৭-এর মধ্যে 'উন্নত ভারত' গড়ার ডাক মোদীর

মোদী আরও বলেন, ২০৪৭ সালের মধ্যে দেশকে 'উন্নত ভারতে' পরিণত করার জন্য মোদী সরকার কাজ করে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi in azamgarh"," pm modi inaugurates projects in azamgarh"," pm modi dig at opposition in azamgarh"," pm modi swipe at opposition"," pm modi in azamgarh news"," pm modi on poll promises"," pm modi on opposition poll promises"," pm narendra modi in azamgarh"," pm in azamgarh

মোদী আরও বলেন, ২০৪৭ সালের মধ্যে দেশকে 'উন্নত ভারতে' পরিণত করার জন্য মোদী সরকার কাজ করে চলেছে।

একটা সময় ছিল যখন নির্বাচন এলেই বিভিন্ন প্রকল্প উদ্বোধনের ধুম পড়ে যেত। আর নির্বাচন মিটে গেলেই নেতা এবং সঙ্গে সেই প্রকল্প দুটোই উধাও হয়ে যেত! কিন্তু আজ একসঙ্গে এতগুলি বিমানবন্দর, এইমস, আইআইএম উদ্বোধন করা হচ্ছে। দেশ দ্রুত গতিতে ছুটে চলেছে। মোদীকে গালি দিচ্ছে বিরোধীরা। কিন্তু যতই গালি দেওয়া হোক না কেন মোদীকে আটকানো সম্ভব নয়। মোদি ভিন্ন মাটির মানুষ! এভাবেই উত্তরপ্রদেশের আজমগড় থেকে বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজমগড় থেকে উত্তরপ্রদেশকে ৪২,০০০ কোটি টাকারও বেশি উপহার দিয়েছেন। তিনি এদিন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির অনেক বড় নেতা ও কর্মী অংশ নেন।

মোদী তাঁর ভাষণে বলেন, 'আজ শুধু আজমগড় নয়, গোটা দেশ জুড়ে চলছে উন্নয়নের জোয়ার। আজমগড়ে নতুন ইতিহাস লেখা হচ্ছে। এখানকার মানুষ একটা সময় মাফিয়া রাজ দেখেছে। আজ এখানকার মানুষও আইনের শাসন দেখছে'। মোদী আরও বলেন, ২০৪৭ সালের মধ্যে দেশকে 'উন্নত ভারতে' পরিণত করার জন্য মোদী সরকার কাজ করে চলেছে। আজ কৃষকদের এমএসপির পরিমাণ বহুগুণ বেড়েছে।

মোদী আরও বলেছেন যোগী আদিত্যনাথের নেতৃত্বে গত ৭ বছরে অনেক কাজ হয়েছে রাজ্যে । যারা 'মাফিয়া শাসন' এবং চরমপন্থা দেখেছেন তারা এখন আইনের শাসনও দেখছে'। তিনি বলেন, দেশ যতই উন্নয়নের সাক্ষী থেকেছে বিরোধীরা প্রতিদিন মোদীকে গালি দিচ্ছে। তারা বলছেন, মোদীর নিজের পরিবার নেই। তারা ভুলে যাচ্ছে দেশের ১৪০ কোটি মানুষ 'মোদীর পরিবার'।

modi loksabha election 2024
Advertisment