Modi-Shaktikaendra Chief: দু'দিনের সফরে কেরলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কোচিতে তিনি বিজেপির বুথ-স্তরের নেতাদের নিয়ে সভা করলেন। দলের এই তৃণমূলস্তরের নেতাদের শিখিয়ে দিলেন কেরল জয়ের ছক। শুধু জয়ের ছক শেখানোই নয়। বুথনেতাদের রীতিমতো চাগিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'কেরলে দলীয় কর্মীদের ক্ষমতার ওপর আমার আস্থা আছে। অতীতে আপনাদের পারফরম্যান্সের ভিত্তিতে আমি আশাবাদী, আপনারা কেরলে দলকে জয়ী করতে পারবেন।' বিজেপির ভাষায় এই বুথ নেতারা হলেন 'শক্তিকেন্দ্রের প্রমুখ'।
- কেরলে দখলে মরিয়া বিজেপি, কর্মীদের চাঙ্গা করতে সভা মোদীর।
- সভায় কেরলের বিভিন্ন প্রান্তের শক্তিকেন্দ্র প্রমুখরা উপস্থিত ছিলেন।
- কোন পথে চললে কেরল জয় করা যাবে, সভায় মোদী শিখিয়ে দেন।
সামনেই (২২ জানুয়ারি) অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান। শক্তিকেন্দ্র প্রমুখদের সেকথা মনে করিয়ে দিয়ে মোদী সভায় নির্দেশ দেন, এলাকার সমস্ত মন্দির পরিষ্কার করতে। কারণ, ২২ জানুয়ারি শ্রীরাম তাঁর জ্যোতিতে সর্বত্র আলোকিত করতে চলেছেন। মোদী বলেন, 'কেরল এমন একটি রাজ্য, যেখানে লোকেরা রামায়ণ মাস পালন করেন। যখন ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা চলবে, তখন আপনাদের উচিত এলাকার সমস্ত বাড়ি এবং মন্দিরে শ্রীরাম জ্যোতি জ্বালানো।' সংঘ পরিবার অবশ্য ইতিমধ্যেই দেশের প্রতিটি বাড়িতে রামচন্দ্রের লিফলেট এবং চাল বিলি করছে। শুধু তাই নয়। ২২ জানুয়ারি যেন প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়, সেই অনুরোধও করে আসছে।
সভায় কার্যত সেই নির্দেশই দেওয়ার পাশাপাশি মোদী বলেন, 'শক্তি কেন্দ্রের প্রমুখদের নিজেদের এলাকার মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। তাঁদের সমস্যাগুলো বুঝতে হবে। ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা তাঁদের বোঝাতে হবে। ফুটপাথে, আপনার রাস্তায় বিক্রেতাদের কাছে গিয়ে তাঁদের কল্যাণমূলক প্রকল্পের সম্পর্কে বলা উচিত। আপনার বুথে কোনও একটি পরিবারের দায়িত্ব নিন। প্রতিটি ভোট নিশ্চিত করতে হবে। আপনার প্রথমবারের ভোটারদের সঙ্গে যোগাযোগ করা উচিত। নিশ্চিত করা উচিত, কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন। শক্তি কেন্দ্রের ইনচার্জরা নমো অ্যাপ ব্যবহার করুন। কেন্দ্রের উন্নয়ন প্রকল্প থেকে কেউ যেন বাদ না-পড়েন, তা নিশ্চিত করুন।'
আরও পড়ুন- রাম মন্দির নির্মাণে রাজীব গান্ধীর ভূমিকা স্মরণ করিয়ে, ধর্মের নামে রাজনীতির ভয়ঙ্কর অভিযোগ
সমাবেশে ৭,০০০ শক্তিকেন্দ্র প্রমুখ যোগ দিয়েছিলেন। এই প্রথমবার কেরলে মোদী শক্তিকেন্দ্র প্রমুখদের নিয়ে বৈঠক করলেন। কেরলে বিজেপির শক্তি বাড়াতে তিনি শক্তিকেন্দ্র প্রমুখদের আরও উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন। দলের বুথকর্মীদের বিজেপির লাইফলাইন বলে চিহ্নিত করে মোদী জানান, প্রত্যেক বুথকর্মীর উচিত নিজের এলাকার সমস্ত মানুষের কাছে বিজেপি সরকারের সাফল্যগুলো তুলে ধরা। সরাসরি জনসাধারণের সঙ্গে যোগাযোগ রাখা। যাতে কেরলে বিজেপির জয় নিশ্চিত হয়।