মোদী দাওয়াইয়েই রেলমন্ত্রীর পদত্যাগ? বিরাট দাবি নিয়ে আসরে কংগ্রেস

কী অভিযোগ কংগ্রেসের?

কী অভিযোগ কংগ্রেসের?

author-image
IE Bangla Web Desk
New Update
Odisha Train Accident,Train Accident,Indian Railways,Ashwini Vaishnaw,Railway Minister Ashwini Vaishnaw,Pawan Khera,Shaktisinh Gohil,Bengaluru-Howrah Superfast Express,Shalimar-Chennai Central Coromandel Express,Bengaluru-Howrah Express,Coromandel Express

মোদীর দেখানো পথেই রেলমন্ত্রীর পদত্যাগ? বিরাট দাবি নিয়ে আসরে কংগ্রেস

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ চাইল কংগ্রেস। মোদীর দাওয়াইয়ে রেলমন্ত্রীকে ‘বধে’র কৌশল জারি রাখল কংগ্রেস। পাশাপাশি কংগ্রেসের এই দাবি ঘিরে রেলমন্ত্রীর সাফ জবাব 'এখন রাজনীতির সময় নয়', সেই সঙ্গে বিরোধীদের পদত্যাগের দাবি উড়িয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওড়িশার বালেশ্বরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার দায় নিতে হবে মোদী সরকারকেই। আজ রবিবার এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেছে কংগ্রেস। কংগ্রেস আরও অভিযোগ করেছে মোদী সরকার ভারতীয় রেল এবং জনগণের নিরাপত্তাকে ক্রমাগত উপেক্ষা করেছে। একই সঙ্গে কংগ্রেসের অভিযোগ ওডিশার ট্রেন দুর্ঘটনা কোন প্রযুক্তিগত ত্রুটি নয়, এই দুর্ঘটনা সম্পূর্ণ অবহেলার কারণে একটি "মানবসৃষ্ট বিপর্যয়"।

Advertisment

কংগ্রেস রবিবার ওড়িশা ট্রেন দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছে। বিরোধী দলটি আরও বলেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ভারতীয় রেল এবং জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে তার সরকার যে "বিশৃঙ্খলা" সৃষ্টি করেছে তার জন্য দায় স্বীকার করা । একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, কংগ্রেস সাংসদ শক্তিসিংহ গোহিল এবং AICC-এর মিডিয়া সেলের প্রধান পবন খেরা অভিযোগ করেছে যে ওড়িশা রেল দুর্ঘটনার কারণ স্রেফ অবহেলা, "মানবসৃষ্ট বিপর্যয়" । তিনি বলেন এই দুর্ঘটনার দায় মোদী সরকারকেই নিতে হবে। এবং দায় স্বীকার করে রেলমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত।

খেরা বলেন, যে প্রধানমন্ত্রী মোদী কড়া ভাষায় দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন। প্রথমে তাঁর রেলমন্ত্রীর সেই শাস্তি পাওয়া উচিৎ। তিনি বলেন, “স্পষ্টভাবে এবং স্পষ্টভাবে আমরা কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করছি”। এর আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছিলেন যে প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর "পিআর প্রচারে" রেলের নিরাপত্তার সঙ্গে আপস করা হয়েছে। সেই সঙ্গে ১৯৫৬ সালে রেল দুর্ঘটনার পর লাল বাহাদুর শাস্ত্রী এবং ১৯৯৯ সালে গাইসাল ট্রেন দুর্ঘটনার পরে নীতিশ কুমারের পদত্যাগের কথাও দল উল্লেখ করেছে। সংসদীয় স্থায়ী কমিটি এবং বিশেষজ্ঞদের একাধিক সতর্কতা সত্ত্বেও কেন মোদী সরকার রেলের নিরাপত্তার উন্নতিতে যথেষ্ট ব্যয় করেনি, সেই প্রশ্ন ও সামনে এনেছে কংগ্রেস।

modi