scorecardresearch

‘দেশবাসীকে অপমান করেছেন’, ব্রিটেনে গিয়ে রাহুলের ভারতচর্চাকে পালটা আক্রমণ প্রধানমন্ত্রীর

রাহুলই তাঁর প্রধান প্রতিপক্ষ, কংগ্রেস নেতাকে আক্রমণের নিশানায় ফিরিয়ে বোঝালেন মোদী।

MODI

রাহুল গান্ধীকে আক্রমণের নিশানায় ফিরিয়ে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি কংগ্রেস নেতাকে একহাত নিয়েছেন। রাহুলের নাম না-নিয়ে মোদীর অভিযোগ, কিছু ব্যক্তি ভারতীয় গণতন্ত্রের বিচার করছেন। আর, দেশবাসীকে অপমান করছেন। মোদী বলেন, ‘ভারতীয় গণতন্ত্রের শিকড় আমাদের ইতিহাস থেকে আঁকা। বিশ্বের কোনও শক্তি আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্যকে নষ্ট করতে পারবে না। তবুও কিছু লোক ভারতীয় গণতন্ত্রকে বিচারের মুখে ঠেলে দিচ্ছেন। এই ধরনের লোকেরা কর্ণাটকের জনগণকে, এর ঐতিহ্যকে এবং দেশের ১৩০ কোটি নাগরিককে অপমান করছে।’ তিনি হুব্বলির শ্রী সিদ্ধরুধা স্বামী রেলওয়ে স্টেশনে বিশ্বের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে ধারওয়াদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির নতুন ক্যাম্পাস উদ্বোধনের পর এই কথা বলেন।

মোদী বলেন, ‘সমাজ সংস্কারক ভগবান বাসবেশ্বরের অনুভব মন্তাপের মত ঐতিহাসিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দাবি করতে পারি যে ভারত কেবল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র নয়, গণতন্ত্রের জননীও।’ লন্ডনে ভগবান বাসবেশ্বরের মূর্তি উদ্বোধনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে শহরে ভগবান বাসবেশ্বরের মূর্তি বসছে, সেখানে ভারতীয় গণতন্ত্রকে প্রশ্নচিহ্নে বিদ্ধ করা সত্যিই দুর্ভাগ্যজনক।’

আরও পড়ুন- বড় চমক! তেলেঙ্গানায় ‘নিরমা’র বিজ্ঞাপনের মুখ শুভেন্দু অধিকারী, হোর্ডিংয়ে ছয়লাপ নিজামের শহর

ইংল্যান্ড সফরে গিয়ে রাহুল বিজেপি সরকারের নীতির সমালোচনা করায়, তার জবাবে মোদী বলেন, ‘কর্ণাটকের জনগণের এই ধরনের লোকেদের সম্পর্কে সচেতন হওয়া উচিত।’ মোদী দাবি করেন, জনগণের চাহিদা অনুসারে বিজেপি সরকার তার পরিকাঠামো গড়ে তুলছে। ইউপিএ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে তেমনটা হত না। আগে রেল এবং সড়ক প্রকল্পগুলো কেবল রাজনৈতিক সুবিধার কথা মাথায় রেখে ঘোষণা করা হত।’

শ্রীসিদ্ধরুধা স্বামী রেলওয়ে স্টেশনের নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘এই স্টেশনে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম রয়েছে। এটি শুধুমাত্র একটি রেকর্ড নয়। এটি শুধুমাত্র একটি প্ল্যাটফর্মের সম্প্রসারণ নয়। আমরা পরিকাঠামোকে প্রাধান্য দিই, এটা সেই চিন্তার বিস্তৃতি।’

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Modi says people putting indian democracy on trial are insulting the nation