Advertisment

উনিশের শুরুতেই লোকসভা ভোটের প্রচারে কেরালায় মোদী

লোকসভা ভোটের প্রচারে কেরালার পাথানামথিট্টায় মোদীর সফর রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ পাথানামথিট্টা জেলাতেই রয়েছে শবরীমালা মন্দির।

author-image
IE Bangla Web Desk
New Update
pm narendra modi, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

উনিশের শুরুতেই ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চলেছে মোদীবাহিনী। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। আগামী ৬ জানুয়ারি কেরালায় উনিশের নির্বাচনের প্রচার চালাবেন মোদী। শবরীমালা ইস্যুতে এখনও তেঁতে রয়েছে সে রাজ্য। বিক্ষোভের আগুনে জ্বলতে থাকা কেরালার মাটি থেকেই লোকসভা ভোটের জন্য গলা হাঁকাবেন প্রধানমন্ত্রী। আগামী ৬ জানুয়ারি দক্ষিণের সে রাজ্যে মোদীর প্রচার কর্মসূচি, সংবাদসংস্থা আইএএনএস সূত্রে এমনই খবর।

Advertisment

লোকসভা ভোটের প্রচারে আগামী ৬ জানুয়ারি কেরালার পাথানামথিট্টায় যাবেন মোদী। বৃহস্পতিবার একথাই জানিয়েছেন বিজেপির এক শীর্ষ নেতা। অন্ধ্রপ্রদেশ থেকে কেরালায় মোদী আসবেন, জানিয়েছেন সে রাজ্যের বিজেপি সভাপতি পি এস শ্রীধরন পিল্লাই। তিনি বলেছেন, ‘‘গুন্টুর থেকে পাথানামথিট্টায় যাবেন মোদী। লোকসভা ভোটের প্রচার কর্মসূচির জন্যই মোদীর এই সফর।’’

আরও পড়ুন, উনিশের প্রস্তুতি শুরু, ১৭টি রাজ্যের নেতৃত্ব ঢেলে সাজালেন অমিত শাহরা

অন্যদিকে, লোকসভা ভোটের প্রচারে কেরালার পাথানামথিট্টায় মোদীর সফর রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ পাথানামথিট্টা জেলাতেই রয়েছে শবরীমালা মন্দির। সব বয়সের মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর থেকেই কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি কেরালায়। শবরীমালা নিয়ে সুপ্রিম রায় কার্যকর করতে যেভাবে বিজয়ন সরকার উঠেপড়ে লেগেছে, তার বিরোধিতাই করেছে গেরুয়াবাহিনী। সেই পরিস্থিতিতে লোকসভা ভোটের প্রচারে গিয়ে মোদী কী বলেন, সে দিকেই তাকিয়ে সকলে।

উল্লেখ্য, ১৪০ আসনের কেরালা বিধানসভায় রয়েছেন মাত্র একজন বিজেপি বিধায়ক। লোকসভা ভোটে এবার সে রাজ্যে তাঁরা ‘ভাল নম্বর’ই পাবেন বলে আশাবাদি বিজেপি নেতৃত্ব। লোকসভা ভোটে ২০টি আসন রয়েছে কেরালায়। ২০১৪ সালের নির্বাচনে তিরুবনন্তপুরম আসনে ২ নম্বরে জায়গা করে নিয়েছিল পদ্মশিবির।

PM Narendra Modi lok sabha 2019
Advertisment