scorecardresearch

‘গো-রক্ষার নামে Muslim নিগ্রহকারীরা হিন্দু নয়’, সরব ভাগবত, ‘আগে BJP-কে শেখান’, খোঁচা দিগ্বিজয়-ওয়েসির

Mohan Bhagwat: ‘গো-রক্ষার নামে যারা মুসলিমদের শারীরিক নিগ্রহ করছেন, তাঁরা হিন্দু-বিরোধী।’

Mohan Bhagwat, RSS Chief, Muslim
মোহন ভাগবত। ফাইল চিত্র।

আরএসএস-এর সংখ্যালঘু শাখার সম্মেলনে গো-রক্ষার নামে গো-রক্ষকদের তাণ্ডবের প্রতিবাদ করেন মোহন ভাগবত। যদিও তাঁকে পাল্টা খোঁচা দিতে ছাড়েননি দিগ্বিজয় সিং ও আসাউদ্দিন ওয়েসি। এই পাঠ আগে বিজেপি নেতাদের দিক। এভাবেই কটাক্ষ ছুড়েছেন এই দুই বিরোধী নেতা।

সম্প্রতি সংঘের সংখ্যালঘু সেলের এক সম্মেলনে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান। সেখানেই তিনি বলেন, ‘গো-রক্ষার নামে যারা মুসলিমদের শারীরিক নিগ্রহ করছেন, তাঁরা হিন্দু-বিরোধী। যাঁরা বলছেন মুসলিমরা এদেশের নাগরিক নয়, তাঁরা হিন্দু বিরোধী।’ এই মন্তব্যের সমালোচনায় সরব দিগ্বিজয় সিং। ট্যুইটে প্রবীণ এই কংগ্রেস নেতা লেখেন, ‘এই কথা যদি ভগবতজি বিজেপি নেতাদের বোঝাতে পারেন, তাহলে আমি উনার গুণগ্রাহী হয়ে থাকবো। আপনারা হিন্দু-মুসলিম বিভাজনের মাধ্যমে বিদ্বেষের বিষ ঢেলেছেন। এই বিভেদ সহজে মোছার নয়। রাষ্ট্রীয় স্বয়ং স্ববক সংঘ যে বিষ পুঁতেছে সেটা সহজে সরানো যাবে না।‘

এমনকি, এযাবৎকাল মুসলিমদের হেনস্থা করে যারা বিজেপি নেতা হয়েছেন, তাঁদের পদ কাড়তে নির্দেশ দিক আরএসএস। শুরুটা হোক মোদী-শাহকে দিয়ে। এভাবেও সরব হয়েছেন তিনি। একইভাবে সরব হয়েছেন সাংসদ আসাউদ্দিন ওয়েসি। তিনি বলেছেন, ‘এই অপরাধী দেশের হিন্দুত্ব সরকারের মেরুদণ্ড। এরা গরু-মহিষের মধ্যে পার্থক্য বোঝে না। কিন্তু মুসলিম নামেই অত্যাচার চালায়।‘

এর আগেও সংখ্যালঘু হত্যায় অভিযুক্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ফুলের স্তবক, তিরঙা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। গদসের ভাবনার বহিঃপ্রকাশ মুসলিম নিগ্রহ। এভাবেও সরব হয়েছেন ওয়েসি।  

 

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Mohan bhagwats comments draws flak from congress national